বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Adenovirus: অ্যাডিনো নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, জারি হবে গাইডলাইন, স্কুল কি বন্ধ হবে?

Adenovirus: অ্যাডিনো নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, জারি হবে গাইডলাইন, স্কুল কি বন্ধ হবে?

মুখ্যমন্ত্রী মমতা‌ বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ক্রমশ উদ্বেগজনক জায়গায় চলে যাচ্ছে। বেসরকারি সূত্রে খবর, রাজ্যে অন্তত ২৫ জন শিশু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন।

অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মঙ্গলবারই একটি গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছেন।

রাজ্যে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ ক্রমশ উদ্বেগজনক জায়গায় চলে যাচ্ছে। বেসরকারি সূত্রে খবর, রাজ্যে অন্তত ২৫ জন শিশু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছে। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনার মতো যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে বিশেষ ইউনিট খুলতে বলা হয়েছে। আগামী সাতদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ নিয়ে আরও কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

বৈঠকে, হাসপাতালের বেডের পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। অনর্থক যাতে বেড ভর্তি না থাকে সে ব্যাপারেও নজর দিতে বলেছেন তিনি।

স্কুল কী বন্ধ হবে?

বৈঠকে স্কুলে কী ভাবে সংক্রমণ ছড়াতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে স্কুল ছুটি দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে। সাত দিন পর্যবেক্ষণের পরই এ ব্যাপারে পর্যালোচনা করা হবে। তবে এই মুহূর্তে স্কুলে সাবধানতা অবলম্বনের উপর জোর দেওয়া হবে। মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ আগেই অভিভাবকদের দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি গাইডলাইন পাঠানো হয়েছিল। তাতে বলা হয়েছিল, জ্বর, সর্দি-কাশি নিয়ে যে সব শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের আরটি-পিসিআর টেস্ট করাতে হবে।

সরকারি হাসপাতালগুলির পেডিয়াট্রিক বিভাগে যে সমস্ত বাচ্চারা সুস্থ হয়ে যাচ্ছেন, তাদের দ্রুত ছেড়ে করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে পেডিয়াট্রিক বিভাগে অর্নর্থক জায়গা ভর্তি হয়ে না থাকে।

 

বন্ধ করুন