জলপাইগুড়িতে আজ, বৃহস্পতিবার হাতির হামলায় মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর। বাবার সঙ্গে মোটরবাইকে করে জঙ্গলের পথ ধরে পরীক্ষা দিতে যাচ্ছিল মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু তখন একটি দলছুট দাঁতাল পিষে দিল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসকে। এই ঘটনার কথা কানে গিয়েছে মুখ্যমন্ত্রীর। গভীর শোক প্রকাশ করেছেন উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরবর্তী ক্ষেত্রে জঙ্গলের পথে পরীক্ষা দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করতে নির্দেশ দিলেন তিনি।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? আজ সকালে উত্তরকন্যা থেকে বিমানবন্দরে যাওয়ার আগে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকের ঘটনার থেকে মর্মান্তিক কিছু হতে পারে না। ভবিষ্যতে দুর্ঘটনা থেকে বাঁচতে জঙ্গলের রাস্তায় পড়া পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে বলছি। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমার মনটা খারাপ হয়ে গিয়েছে। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে পরীক্ষা নির্বিঘ্নে করা যায় তার ব্যবস্থা করতে। মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য সব ব্যবস্থা রাখতে হবে।’
আর কী জানা যাচ্ছে? এই মর্মান্তিক ঘটনার পরে জলপাইগুড়ির জেলাশাসক, বন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এমন ঘটনা কেমন করে ঘটেছে সেটাও জানতে চান। এমনকী হাতির হানা ঠেকাতে বন দফতরকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ছাত্র অর্জুন দাসের বাড়িতে জলপাইগুড়ির জেলাশাসক এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। আর বলেন, ‘গ্রীন ট্রাইব্যুনাল হাতির জন্য কোনও ব্যবস্থা নেয়নি। হাতি এত বেড়ে গিয়েছে। আমাদের এখানে কন্ট্রোল করার ক্ষমতা নেই। আমি আজ শিক্ষা দফতরকে বলেছি ফরেস্ট এরিয়াতে পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।’
বনধ নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর? পাহাড়ে বনধ ডাকা হয়েছিল। যদিও তা পরে প্রত্যাহার করা হয়। এই নিয়ে মুখ্যমন্ত্রী আবারও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, ‘মাধ্যমিক ও মাদ্রাসার পরীক্ষায় যাতে কোনও গোলমাল না হয় সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছি। আমি বাংলা থেকে বনধের রাজনীতি তুলে দিয়েছি। গত ১১ বছর হল বাংলা থেকে এই রাজনীতি উঠে গিয়েছে। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, কেউ বনধ করার চেষ্টা করলে শক্ত হাতে মোকাবিলা করতে। পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে এটা তো মেনে নেওয়া যায় না।’