জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এখন আদিবাসী ভোটব্যাঙ্ক। সামনে পঞ্চায়েত নির্বাচন। আর শাসকদলের হাতে আছে উন্নয়নের রিপোর্ট কার্ড। এবার তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসমাজের ভবিষ্যতের কথা তুলে ধরলেন। সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। এটা সরকার যেমন বোঝে তেমন বোঝে সাধারণ মানুষও। তাই স্বাধীন ব্যবসা করে সমাজের বুকে মাথা তুলে দাঁড়ানোর ব্যবস্থা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মেদিনীপুর থেকে সেই কথাই যুবসমাজের কাছে পৌঁছে দিলেন বাংলার নেত্রী।
বাজেটে আগেই ঘোষণা করা হয়েছিল ভবিষ্যৎ প্রকল্পের কথা। এবার সেটা বিস্তারিত জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী পাঁচ বছরের জন্য ভবিষ্যৎ প্রকল্প আনছে তাঁর সরকার। সেই প্রকল্পের মাধ্যমে ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন রাজ্যের যুবসমাজ। আর তাঁদের হয়ে গ্যারান্টার হবে রাজ্য সরকার। এমনকী ব্যবসা শুরুর জন্য় প্রয়োজনীয় টাকাও দিয়ে দেবে রাজ্য সরকার। আর ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানো যাবে।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? এখন জঙ্গলমহল সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সেখানে মেদিনীপুর কলেজের মাঠে সভা করেন। রাজ্য বিধানসভায় ২০২৩–২৪ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি ঘোষণা করেছেন ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ চালু হতে চলেছে আগামী অর্থবর্ষ থেকে। এবার তা নিয়ে মমতা বলেন, ‘আগামী পাঁচ বছর ২ লক্ষ যুবক–যুবতী, যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের ৫ লক্ষ টাকার স্মার্ট কার্ড দেওয়া হবে। এর নাম ভবিষ্যৎ। সেটি দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। সরকার তাঁদের হয়ে গ্যারান্টারের ভূমিকায় থাকবে। ২৫ হাজার টাকার সিডমানিও (ব্যবসা শুরুর পুঁজি) দিয়ে দেবে রাজ্য।’
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বিষয়বস্তু কী? এই ক্রেডিট কার্ডের দৌলতে ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক–যুবতী সংযুক্তিমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থার স্থাপনের জন্য আর্থিক সহায়তা বাবদ ৫ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাঙ্ক থেকে পাবেন। রাজ্য সরকার সম্পূর্ণ প্রকল্প ব্যয়ের ১০% অর্থ হিসেবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রদান করবে এবং ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি দেবে। আপাতত ২ লক্ষ যুবক–যুবতীর হাতে এই ক্রেডিট কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কার্ডের জন্য এবারের বাজেটে আগামী অর্থবর্ষের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আজ, মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষকে জীবনের সুরক্ষাপ্রদানই আমাদের কাজ। আপনারা সুরক্ষিত থাকলে, তবেই ভাল থাকব আমরা।’