বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আবু তাহের খানকে সরিয়ে দিলেন মমতা, মুর্শিদাবাদে কাকে দায়িত্ব দিলেন?

আবু তাহের খানকে সরিয়ে দিলেন মমতা, মুর্শিদাবাদে কাকে দায়িত্ব দিলেন?

কান্দির বিধায়ক অপূর্ব সরকার।

সামনে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে এই পরিবর্তন নতুন রাজনৈতিক সমীকরণ জেলায় শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিধায়ক শাওনি সিংহরায়। তাঁর সঙ্গে সাংসদ আবু তাহেরের বিবাদ সকলেই জানে। তাই গোষ্ঠীদ্বন্দ্ব রাশ টানার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগরদিঘি উপনির্বাচনে দ্বিতীয় স্থানে তৃণমূল। অর্থাৎ আসনটি জিততে পারেনি ঘাসফুল শিবির। তার উপর বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহের খান অসুস্থ। তাই তার জায়গায় দায়িত্ব সামলাবেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। অসুস্থ হয়ে কলকাতার মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহের খান। বহুদিন অসুস্থ থাকায় জেলা সংগঠনের কাজ উপযুক্ত ধারায় বইছে না। তাই আবুকে সরিয়ে তাঁর জায়গায় সাংগঠনিক কাজ দেখার জন্য অপূর্ব সরকারকে দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ গতকাল বৃহস্পতিবার মালদা এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিদের দাবি শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কান্দির বিধায়ক অপূর্ব সরকার নিজের দাবির কথা বলতে ওঠেন। তখনই সাংসদ আবু তাহের প্রসঙ্গ উঠে আসে। আর সঙ্গে সঙ্গে আবু তাহেরের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব অপূর্বকে সামাল দিতে বলেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌তুমি আবু তাহেরের লোকদের সঙ্গে যোগাযোগ করে কাজ করবে। কারণ, সবাইকে নিয়ে চলতে হবে।’‌ এখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে জানতে পেরেছেন দলনেত্রী। তার উপর আবু তাহের খান অসুস্থ। এই দুটি বিষয় একসঙ্গে ঘটায় অপূর্বকে দায়িত্ব দিলেন তৃণমূলনেত্রী।

আর কী জানা যাচ্ছে?‌ সামনে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে এই পরিবর্তন নতুন রাজনৈতিক সমীকরণ জেলায় শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিধায়ক শাওনি সিংহরায়। জেলায় তাঁর সঙ্গে সাংসদ আবু তাহেরের বিবাদ সকলেই জানে। তাই অপূর্ব সরকারকে দায়িত্ব দিয়ে জেলার গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা রাশ টানার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী অসুস্থ জাকির হোসেনের ব্যাপারেও খোঁজখবর নেন।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ একদিকে অসুস্থ আবু তাহের খান। অন্যদিকে অসুস্থ জাকির হোসেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌জাকিরকে বলতে হবে ও যেন হুইল চেয়ার নিয়ে ঘোরাফেরা করে। এখন তো অনেক অত্যাধুনিক হুইল চেয়ার পাওয়া যায়। আমি তো হুইল চেয়ারে করেই বিধানসভা নির্বাচনে প্রচার করেছি। তাও সেই হুইল চেয়ারটা ভাল ছিল না। জাকির আমার পরামর্শ না শুনলে আমিই ওর বাড়িতে হুইল চেয়ার পাঠিয়ে দেব। আমি চাই ওর পা ও কোমরটা ভাল থাকুক।’‌ এই শুনে জাকির সাহেব বলেন, ‘‌দিদি আমাকে ভালবাসেন। তাই উনি যা পরামর্শ দিয়েছেন অবশ্যই মেনে চলব।’‌ আর নতুন দায়িত্ব পেয়ে অপূর্ব সরকার বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। আমি তা নিশ্চিতভাবে পালন করব। দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শ মেনে আগামীদিনে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার কাজ করে যাব।’‌

বন্ধ করুন