বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: ‘‌রাজ্যের টাকা দিচ্ছে না কেন্দ্র, পায়ে ধরতে হবে?‌’‌, মোদীকে সরাসরি প্রশ্ন মমতার

Mamata Banerjee: ‘‌রাজ্যের টাকা দিচ্ছে না কেন্দ্র, পায়ে ধরতে হবে?‌’‌, মোদীকে সরাসরি প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI)

এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী একশো দিনের টাকা না দিলে গদি ছাড়তে হবে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। জিএসটি’‌র টাকা কেটে নিয়ে গিয়ে যদি মানুষকে সেই টাকা ফেরত দেওয়া না হয় তাহলে জিএসটি বন্ধ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী একশো দিনের টাকা না দিলে গদি ছাড়তে হবে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। জিএসটি’‌র টাকা কেটে নিয়ে গিয়ে যদি মানুষকে সেই টাকা ফেরত দেওয়া না হয় তাহলে জিএসটি বন্ধ করার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এদিন ঝাড়গ্রামে বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলাম। তার পরও মেলেনি টাকা। এবার কি পায়ে ধরতে হবে?‌ মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে। আর গরিব মানুষের টাকা দিচ্ছে না। এটা মানুষের প্রাপ্য টাকা। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।’‌

কী হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, মঙ্গলবার ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্য থেকে জিএসটির নামে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। রাজ্য থেকে নিয়ে যাওয়া সেই টাকা থেকেই ১০০ দিনের কাজের জন্য দেয়। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। তাহলে আমরাও এখানে অনেক কিছু আটকে দিতে পারি। মানুষ জিএসটি নাও দিতে পারে। একশো দিনের কাজের টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে।’‌

বিরোধীদের উদ্দেশে কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এদিন বিরোধী দল তথা বিরোধী নেতাদের উদ্দেশে তোপ দাগেন তিনি। বিরোধী দলনেতার নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কিছু বিরোধী দল বাংলায় উন্নয়ন চায় না, শুধু বিসর্জন চায়। দিল্লিকে চিঠি লিখে বলে বাংলাকে টাকা দেবে না। বাংলাকে কেন টাকা দেবে না? এটা কি তোমার পৈত্রিক জমিদারির টাকা?‌ বিজেপির টাকা তো চাইছি না। রাজ্যের ন্যায্য প্রাপ্য টাকা দিতে বলা হচ্ছে। অধিকার না দিলে ছিনিয়ে নিতে হবে।’‌

বন্ধ করুন