নিউটাইন বাজারে নো পার্কি জোনে গাড়ি রাখলেই দিয়ে হতো ৫০০ টাকা জরিমানা। জানতেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানতেই অবিলম্বের তার প্রত্যাহারের নির্দেশ দিলেন তিনি। এই সিদ্ধান্ত টুইট করে জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউটাউন ট্রাফিক গার্ডের কাছে জরিমানা প্রত্যাহারের কোনও নির্দেশ আসেনি।
(পড়তে পারেন। Kolkata municipal corporation: বর্ষায় বিপজ্জনক বাড়ি নিয়ে চিন্তায় পুরসভা, বাড়ির অবস্থা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা)
প্রসঙ্গত, এর আগে কলকাতা পুরসভার পার্কি ফি বাড়ানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে না জানিয়ে। সেই ফি প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। সে বারও কুণাল ঘোষ টুইট করে করে এই প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বর্ধিত ফি প্রত্যাহারের জন্য কলকাতা পুরসভাকে শুভেচ্ছা জানানো হয়। সে বারও সরকারি ভাবে পুর কর্তৃপক্ষের কাছে প্রত্যাহারের নির্দেশ এসে পৌঁছয়নি তখনও। পরে রাতেরবেলা বিজ্ঞপ্তি জারি করে বর্ধিত পার্কি ফি প্রত্যাহারের কথা জানানো হয়।
সস্প্রতি নিউটাইন বাজারে গাড়ি রাখলেই ৫০০ টাকা করে জরিমানা নিচ্ছিল পুলিশ। তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিষয়টি কানে যায় মুখ্যমন্ত্রী। অবিলম্বের তিনি জরিমানা প্রত্যাহারের নির্দেশ দেন।
বৃহস্পতিবার টুইট করে কুণাল লেখেন,'নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা যেটি এনকেডিএ (নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি) চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মুখ্যমন্ত্রী জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল হল। পুলিশকেও জানানো হয়েছে।'
এ নিয়ে পুর মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছে এই জরিমানা তাঁদের চালু করা নয়। তিনি বলেন,'এর সঙ্গে এনকেডিএ-র কোনও যোগ নেই। বিধানগর কমিশনারেটের বিষয় এটি।' এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেনও একই কথা বলেন। তিনি বলেন,'নিউটাউনে কোথাও ৫০০ টাকা জরিমানা চালু নেই। আমাদের কিছু কিছু জায়গায় পার্কি জোন রয়েছে। সেখানে পার্কিং চার্জ চালু আছে। নো পার্কিং জোন দেখার বিষয়টি পুলিশের হাতে।'