বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > GTA: ‘‌আমি আপনাদের ভালবাসতে আসব, দখল নিতে নয়’‌, জিটিএ শপথে বার্তা মমতার

GTA: ‘‌আমি আপনাদের ভালবাসতে আসব, দখল নিতে নয়’‌, জিটিএ শপথে বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি, সৌজন্যে পিটিআই)

এই বিষয়ে মুখ্যমন্ত্রী ভরা মঞ্চ থেকে জানান, রাজ্য সরকার শুধু পাহাড়ে শান্তি এবং উন্নয়ন চায়। আর তার জন্য জিটিএ–কে গত ১০ বছরে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী দিনে একইভাবে আরও সাহায্য করা হবে। পাহাড়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার একগুচ্ছ পরিকল্পনা করেছে।

পাহাড়কে তিনি ভালবাসেন। তাই বারবার ছুটে যান শৈলশহরে। অশান্তি নয়, উন্নয়নকেই হাতিয়ার করতে চান তিনি। তাই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাহাড়ে স্থায়ী শান্তি–উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়বাসীকে তাঁর আশ্বাস, ‘‌আমি আপনাদের দখল নিতে আসব না। শুধু ভালবাসতে আসব।’‌ আর এই মন্তব্যের পর করতালিতে ফেটে পড়ল শপথের মঞ্চ।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী পাহাড়ের উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। এদিন জিটিএ’‌র শপথ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌পাহাড়ে এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি। পাহাড়ের মানুষ যা পারে তা অনেকেই পারে না। তাই আজ আমাকে কথা দিন, পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না।’‌ শপথের মঞ্চ থেকে গর্জে ওঠে সমর্থনের বার্তা।

কী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?‌ আজ পাহাড়বাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‌আমরা বন্ধুত্ব চাই। ঝগড়া চাই না। আমাদের একটাই লক্ষ্য, পাহাড় ভাল থাকুক। পাহাড় এগিয়ে যাক। পাহাড়ের হাসি দেখতে চাই। কাঞ্চনজঙ্ঘার হাসি দেখতে চাই। কোনওভাবেই পাহাড়কে অশান্ত হতে দেব না। কোনও ধান্দাবাজের কথায় পাহাড়ে যেন অশান্তি না হয়।’‌ এবার জিটিএ নির্বাচন নিয়ে যাঁরা বেঁকে বসেছিলেন তাঁদের নিশানা করেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।

কেমন সাহায্য পাবে জিটিএ?‌ এই বিষয়ে মুখ্যমন্ত্রী ভরা মঞ্চ থেকে জানান, রাজ্য সরকার শুধু পাহাড়ে শান্তি এবং উন্নয়ন চায়। আর তার জন্য জিটিএ–কে গত ১০ বছরে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী দিনে একইভাবে আরও সাহায্য করা হবে। পাহাড়ের উন্নয়নের জন্য রাজ্য সরকার একগুচ্ছ পরিকল্পনা করেছে।

বন্ধ করুন