বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: ‘‌বিহারের পাথরে আমাদের বদনাম কেন?’‌ বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: ‘‌বিহারের পাথরে আমাদের বদনাম কেন?’‌ বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় (ANI Photo) (ANI)

বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা মুখ লুকিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। আর তাতে সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি। আজ, বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথর ছোড়ার ঘটনা বিহারের।

বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় বাংলাকে জড়িয়ে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা রেলমন্ত্রক সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আজ জানিয়ে দিয়েছে, বাংলা নয়। বিহার থেকে ছোড়া হয়েছিল পাথর। এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতারা মুখ লুকিয়েছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর থেকে ফেরার পথে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। আর তাতে সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ আজ, বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথর ছোড়ার ঘটনা বিহারের। তারপরেই বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বেশ কিছু সংবাদমাধ্যম তিন দিন ধরে প্রচার করেছে আমাদের বিরুদ্ধে। ফেক নিউজ দেখিয়েছে। বাংলাকে অসম্মান করার চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে। ঘটনাটি বাংলায় ঘটেনি, ঘটেছে বিহারে। বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতন্ত্রে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তা বলে বিহারকে অপমান করলে চলবে না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার রয়েছে। বিহারে বিজেপি নেই বলে তারা পাবে না কেন?’ যদিও বিজেপি নেতারা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না।

এদিন এই ঘটনা ব্যুমেরাং হওয়ায় ড্যামেজ কন্ট্রোলে নামে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌বিহারে এমন ঘটনা ঘটেছে জানব কী করে?‌’‌ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বন্দে ভারত কী? পুরনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি। এই একটা ছাড়া। বিহারের পাথরে আমাদের বদনাম কেন? বাংলার নাম করে বদনাম করা যাদের কাজ, তাদের আমি তীব্র নিন্দা করছি।’‌

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ এই ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছেন সুকান্ত–শুভেন্দু। এনআইএ–সিবিআই তদন্ত দাবি করেছিলেন। মুখ্যমন্ত্রী নীরব কেন?‌ বদলা নিতেই এমন করা হয়েছে বলে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে কারও নাম না নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদের কোনও কাজ নেই, তারাই এমনটা করে। তাদের কিছু তো করতে হবে। নিজেদের নেতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে চাইছে। নিজেদের অস্বিত্বরক্ষার লড়াই করতে হচ্ছে। আমি তাদের বলব হতাশায় ভুগবে না। আর আমি সব সময় কেন্দ্র–রাজ্য সমন্বয় করে কাজ করার পক্ষপাতী। তাই আমরা বলতে চাই, কারও একচেটিয়া আধিপত্য নেই। গণতন্ত্রে এটা সবাইকে মনে রাখতে হবে।’

বন্ধ করুন