বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: ‘‌একসময় সিপিএমের অত্যাচারে খেজুরিতে ঢোকা যেত না’‌, জেলা সফরে এসে দাবি মমতার

Mamata Banerjee: ‘‌একসময় সিপিএমের অত্যাচারে খেজুরিতে ঢোকা যেত না’‌, জেলা সফরে এসে দাবি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (PTI)

তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুর এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী খেজুরির উদ্দেশ্যে রওনা দেন। এই সফরে তিনি নিজে হাতে পরিষেবা প্রদান করেন। তবে এখান থেকেই সিপিএমকে একহাত নেন মুখ্যমন্ত্রী। সেই একই মেজাজে তিনি বুঝিয়ে দিলেন রাজ্যের কোনও ক্ষতি তিনি বরদাস্ত করবেন না।

আজ, সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুর এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ডুমুরজলা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী খেজুরির উদ্দেশ্যে রওনা দেন। এই সফরে তিনি নিজে হাতে প্রায় ৪৭৫ কোটির পরিষেবা প্রদান করেন। তবে এখান থেকেই সিপিএমকে একহাত নেন মুখ্যমন্ত্রী। সেই একই মেজাজে তিনি বুঝিয়ে দিলেন রাজ্যের কোনও ক্ষতি তিনি বরদাস্ত করবেন না।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ প্রায় এক হাজার প্রকল্পের শিলন্যাস এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চ থেকেই সিপিএমের বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, ‘‌সিপিএমের হার্মাদরা এখন বিজেপির ওস্তাদে পরিণত হয়েছে। একসময় খেজুরিতে ঢোকা যেত না। সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত। আমার একজন ছাত্রী বন্ধুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এরপর তাঁর বাবার নামে দোষ দেওয়া হয়েছিল। সিপিএমগুলি এখন বিজেপি হয়েছে। আমাদের পড়ুয়াদের ভোট পরবর্তী হিংসার নামে জেলে ঢুকিয়েছে। ভাবছে এইভাবে চিরদিন চলে যাবে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ এদিকে জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কর্মসূচি থেকে পরিষেবা পাচ্ছেন জেলার ২ লক্ষ ৯৮ হাজার মানুষ। এছাড়াও পূর্ব মেদিনীপুরে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে মানুষকে দ্রুত পরিষেবা প্রদান করার রূপরেখাও তৈরি করে ফেলেছে জেলা প্রশাসন। ২০ দিনের মধ্যে যাতে জেলার প্রত্যেকে পরিষেবা পান সেটাও নিশ্চিত করা হবে। প্রায় তিন লক্ষ মানুষের হাতে সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। প্রায় এক হাজার প্রকল্পের শিলন্যাস ও উদ্বোধন করেন তিনি।

আর কী বললেন মুখ্যমন্ত্রী?‌ সরকারকে মানুষের দুয়ারে নিয়ে এসে সামাজিক প্রকল্প তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌এবার দুয়ারে সরকার বুথে বুথে হচ্ছে। আগে লাট সাহেবের মতো বসে থাকত রাজ্য সরকার। তারা গ্রামে যেত না। আমাদের সরকার আপনার বুথে এসে পরিষেবা দিচ্ছে। তফশিলিদের জন্য মেধাশ্রী প্রকল্প এনেছে রাজ্য সরকার। ৩ কোটি ছেলে মেয়েদের স্কলারশিপ পাচ্ছে। এবার আবার ৪০ লক্ষ পাবে। যাঁদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। ৬০ বছরের উর্ধে ব্যক্তিরাও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন।’‌ রমজান মাসের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.