অবশেষে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অর্থাৎ আগামিকাল এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় হার এবং বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এর আগে রাজ্য সরকারের তরফে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন।
সূত্রের খবর,বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠক রয়েছে। মঙ্গলবার তাঁকে এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ' সবার সঙ্গে নয়। কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা বলব।'
ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারের পাদদেশে চলছে অবস্থান বিক্ষোভ। কিন্তু রাজ্য সরকার এই অন্দোলেন বিরুদ্ধে প্রথম থেকেই কড়া অবস্থান নেয়। ডিএ দাবিতে অনড় আন্দোলনকারীরা ধর্মঘট, মিটিং, মিছিল-এর মতো নানা পথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ধর্মঘট করায় রাজ্য সরকারের পক্ষ থেকে শো-কজ নোটিশ দেওয়ার অভিযোগ ওঠে।
এর আগে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। কিন্তু কোনও সমাধান সূত্র উঠে আসেনি।
এবার আন্দোলকারীদের একাংশের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। কোনও সমাধান সূত্র উঠে আসে কি না সেটাই দেখার। (পড়ুন। লোকসভা ভোটের আগে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার সরকারি পদে কর্মীনিয়োগ, ঘোষণা মমতার)