আজ আবার বিশ্বভারতীকে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সরকারি অনুষ্ঠান কর্মসূচি শেষ করেই আজ বিকেলে বিশ্বভারতীর কয়েকজন পড়ুয়া ও আশ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে সূত্রের খবর। সেখানে পড়ুয়া, আশ্রমিক এবং প্রাক্তনীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছিলেন। তিনি সেই সময় দিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী এদিন বিকেলে তাঁদের সঙ্গে বৈঠক বসতে চলেছেন। আর বিশ্বভারতীর ভিতরের হাল হকিকত তিনি তাঁদের কাছ থেকে জেনে নেবেন। তারপরই সুর সপ্তমে চড়াতে পারেন তিনি।
এদিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি বিবাদ নিয়ে বিশ্বভারতীর উপাচার্যের ভূমিকার কঠোর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখানে এসে বলেন, ‘অর্মত্য সেনকে অপমান আমার গায়ে লেগেছে।’ কথায় কথায় কেন পড়ুয়া ও অধ্যাপকদের সাসপেন্ড করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পরিস্থিতি বিবেচনা করে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
অন্যদিকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম না করে তাঁর ভূমিকা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন উপাচার্য আইন মানেন না? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি একাধিক ইস্যুকে কেন্দ্র করে বারবার তেতে উঠেছে বিশ্বভারতীর ক্যাম্পাস। বিশ্বভারতীর অধ্যাপক, পড়ুয়াদের সাসপেন্ড থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। তাতে বিশ্বভারতীর গরিমা নষ্ট হয়েছে। যা নিয়ে পড়ুয়ারা বারবার বিক্ষোভ দেখিয়েছেন। এই পরিস্থিতিতে আজ পড়ুয়া ও প্রাক্তনীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমির তথ্য নিয়ে যে চিঠি বিশ্বভারতী কর্তৃপক্ষ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জমির নথি নিয়ে বিশ্বভারতীর দাবিকে খারিজ করে দিয়েছেন। আর সেই নথি তিনি তুলে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদের হাতে। এখন এই নিয়ে বিশ্বভারতীর ক্যাম্পাস যে আবার তপ্ত হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী এখানে এসে বলেছিলেন, ‘বিশ্বভারতীতে ছাত্রদের সাসপেন্ড, শোকজ বন্ধ হোক। আমরা বিশ্বভারতীকে রবীন্দ্রনাথের চোখে দেখি, গৈরিকিকরণের চোখে দেখি না। অমর্ত্য দা ও তাঁর পরিবারকে যেন বিব্রত না করা হয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup