বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: শুভেন্দুর জেলায় মমতার আগমন, এপ্রিল মাসেই চারদিনের সফরে তৃণমূল সুপ্রিমো

Mamata Banerjee: শুভেন্দুর জেলায় মমতার আগমন, এপ্রিল মাসেই চারদিনের সফরে তৃণমূল সুপ্রিমো

দিঘা সফরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। (Hindustan Times)

দিঘা সফরে এসে এখানের জগন্নাথ ধামের গর্ভগৃহ উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জেলার সমবায় সমিতির নির্বাচনগুলিতে পর পর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে জোড়াফুল শিবির। যদিও অলিখিতভাবে নন্দকুমার, মহিষাদলের মতো জায়গাগুলিতে সমবায় সমিতির নির্বাচনে রাম–বাম জোটের ছবি সামনে এসেছে।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনার পরই শুভেন্দু অধিকারীর জেলায় পা রাখবেন তৃণমূল সুপ্রিমো। মার্চ মাসের শেষে ২৯ এবং ৩০ তারিখ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরই এপ্রিল মাসে দিঘা সফরে আসবেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। কারণ চলতি মাসে ২৮ তারিখ মুখ্যমন্ত্রী যাচ্ছেন হুগলির সিঙ্গুরে। তাঁর হাত ধরেই সরকারিভাবে পথচলা শুরু করবে পথশ্রী প্রকল্প। আর এপ্রিল মাসের শুরুতেই যাচ্ছেন পূর্ব মেদিনীপুরে। একেবারে চার দিনের সফর রয়েছে নেত্রীর।

কবে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরে?‌ সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল দিঘা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ এপ্রিল বিকেলে হেলিকপ্টারে কলকাতা থেকে দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাতে দিঘায় থাকবেন তিনি। এরপর ৪ এপ্রিল দিঘার হেলিপ্যাড ময়দানে বুথভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবার জেলা সফর শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে তাঁর রয়েছে জনসংযোগ কর্মসূচি। কথা বলবেন বিভিন্ন সরকারি প্রকল্পে উপকৃতদের সঙ্গে। শুনবেন তাঁদের সুবিধা–অসুবিধার কথা। এমনকী দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী।

আর কী জানা যাচ্ছে?‌ আগামী ৫ এপ্রিল রয়েছে জনসংযোগ কর্মসূচি। আর ৬ তারিখ মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের মধ্যে। এই নিয়ে চলছে বৈঠক। শনিবারই এই বিষয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। একেবারে ৪ দিনের টানা সফর রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর গোটা সফর কেমন করে পরিচালনা করা হবে, কোথায় কীভাবে সমস্ত কর্মসূচির রূপায়ণ করা হবে তা নিয়ে আলোচনা চলে। একইসঙ্গে বৈঠকে বসে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। তমলুকে দলীয় বৈঠক সারেন সৌমেন মহাপাত্র।

তারপর ঠিক কী ঘটবে?‌ সূত্রের খবর, দিঘা সফরে এসে এখানের জগন্নাথ ধামের গর্ভগৃহ উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জেলার সমবায় সমিতির নির্বাচনগুলিতে পর পর ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে জোড়াফুল শিবির। যদিও অলিখিতভাবে নন্দকুমার, মহিষাদলের মতো জায়গাগুলিতে সমবায় সমিতির নির্বাচনে রাম–বাম জোটের ছবি সামনে এসেছে। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই জেলায় মমতার এই সফর বুথস্তরে দলীয় কর্মীদের নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.