বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee: ‘‌আমি প্রকৃতি পুজো করব’‌, হিঙ্গলগঞ্জ সফরে যাওয়ার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: ‘‌আমি প্রকৃতি পুজো করব’‌, হিঙ্গলগঞ্জ সফরে যাওয়ার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়।

এই দুটি জেলার নাম সুন্দরবন এবং বসিরহাট। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনায়। আর ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা হবে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় বাকি যে ছ’টি ব্লক থাকছে, সেগুলি নিয়ে তৈরি করার কথা বসিরহাট জেলার।

দিনাজপুর, বর্ধমান, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম সফর শেষ হয়েছে। এবার তিনি যাবেন হিঙ্গলগঞ্জে। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই জেলা সফর করছেন তিনি। দেখে নিচ্ছেন উন্নয়নের কাজে কোনও খামতি আছে কিনা। তাই একের পর এক জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি যাচ্ছেন সুন্দরবন বলে আজ, বুধবার বিধানসভার অধিবেশনে নিজেই সেই কথা জানান তিনি। সূত্রের খবর, এই সফরেই পৃথক জেলা হিসাবে ঘোষণা করা হতে পারে সুন্দরবনকে।

ঠিক কী জানা গিয়েছে?‌ কয়েকদিন আগে কৃষ্ণনগর সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যে নতুন দু’টি জেলা তৈরির কথা জানিয়েছিলেন। এই দুটি জেলার নাম সুন্দরবন এবং বসিরহাট। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনায়। আর ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা হবে। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় বাকি যে ছ’টি ব্লক থাকছে, সেগুলি নিয়ে তৈরি করার কথা বসিরহাট জেলার।

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?‌ তাঁর জেলা সফর নিয়ে এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মঙ্গলবার আমি হিঙ্গলগঞ্জে বৃক্ষ পুজো করব। প্রকৃতি পুজো করব। সুন্দরবনের ব্যাপারে মাস্টারপ্ল্যান করে আমরা নীতি আয়োগে জমা দিয়েছি। প্রত্যেক বছর এখানে সাইক্লোন, বন্যা হয়। মাস্টারপ্ল্যান হলে সমস্যা মিটবে। আমি বনমন্ত্রীকে বলব, সিরিয়াস হয়ে বিষয়টি দেখতে।’‌

কেন হবে এই প্রকৃতি পুজো?‌ জানা গিয়েছে, প্রকৃতিকে শান্ত, স্নিগ্ধ রাখতেই এই পুজো। আর সেটা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বৃক্ষরোপণ করার উপরেও জোর দিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘‌বাঘ বা কুমিরের আক্রমণে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে। চাকরির নিয়মও শিথিল করা হয়েছে।’‌

বন্ধ করুন