আজই প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। আজ পাস করা পড়ুয়াদের উদ্দেশে টুইটে শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি যেসব ছাত্র ছাত্রীরা এবার ততটা ভালো করতে পারেননি, তাঁদেরকে পরের বার ফল ভালো করার উৎসাহ জোগান। উল্লেখ্য, এই বছর প্রথম দশে রয়েছেন ২৭২ জন।
‘আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের এবং মেধা তালিকায় স্থানা করে নেওয়া পড়ুয়াদের অভিনন্দন! আমাদের জেলার মেয়েরা এবং ছেলেরা খুব ভালো ফল করেছে, অন্যদিকে শহরের শিক্ষার্থীরাও আমাদের গর্বিত করেছে।’ মমতা এদিন আরও লেখেন, ‘অভিভাবক, শিক্ষক, বিদ্যালয়গুলিকেও ধন্যবাদ। পরিষদ এবার খুবই দ্রুত ফলাফল ঘোষণা করেছে। আগামী বছরের সূচিও ঘোষণা করা হয়েছে। যারা এবারে প্রত্যাশার নিচে নম্বর পেয়েছে তাদের অবশ্যই ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করতে হবে।’
এদিন সংসদ সভাপতি জানান, এবারে মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২। মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। কোনও অসম্পূর্ণ ফল নেই। ৭ জেলায় পড়ুয়াদের পাশের হার ৯০ শতাংশ। তালিকায় শীর্ষে পূর্ব মেদিনীপুর। তাছাড়া তালিকায় আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া।
এবারের পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার অদিশা দেবশর্মা। তিনি ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৯৮ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। পেয়েছেন ৪৯৭ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। রোহিন সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।