বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই বদলি হলেন উত্তর ২৪ পরগনার CMOH

সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যেই বদলি হলেন উত্তর ২৪ পরগনার CMOH

প্রতীকি ছবি

সূত্রের খবর, এই পরিস্থিতিতে কনটেনমেন্ট জোন ঘোষণা নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে মতবিরোধ শুরু হয় প্রশাসনের কর্তাদের।

প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মতবিরোধ ও জেলায় করোনা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সরিয়ে দেওয়া হল উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। তপনকুমার সাহাকে সরিয়ে তাঁর জায়গায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে তপনকুমার রায়কে। 

উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা। এর মধ্যে বারাকপুর ও বিধাননগর মহকুমার অবস্থা সব থেকে খারাপ। জেলায় রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনার মোট ৯৫টি জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। 

সূত্রের খবর, এই পরিস্থিতিতে কনটেনমেন্ট জোন ঘোষণা নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে মতবিরোধ শুরু হয় প্রশাসনের কর্তাদের। তাপসবাবু অনেক বেশি জায়গা কনটেনমেন্ট করতে চাইলেও তার অনুমতি দেননি প্রশাসনিক কর্তারা। এর পরই তাঁকে অপসারণের নির্দেশ জারি হয় নবান্ন থেকে। 

বিজ্ঞপ্তি জারি করে তাপসবাবুকে স্বাস্থ্যভবনের ADHS পদে নিয়োগ করা হয়েছে। ওদিকে ADHS তাপসকুমার রায়কে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব দেওয়া হয়েছে। রদবদলের পর উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে লাগাম পরে কি না সেটাই দেখার। 

 

বন্ধ করুন