বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Raju Jha Murder: রাজু ঝা খুনে ‘‌সুপারি’‌র অঙ্ক এক কোটি টাকা, পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য

Raju Jha Murder: রাজু ঝা খুনে ‘‌সুপারি’‌র অঙ্ক এক কোটি টাকা, পুলিশের হাতে এল চাঞ্চল্যকর তথ্য

রাজু ঝা শুটআউট কাণ্ড (PTI)

খুনের পর সুপারি কিলাররা শক্তিগড় থেকে ট্রেন ধরে বরাকর যায়। সেখান থেকে গা–ঢাকা দেয় ঝাড়খণ্ডে। আবদুল লতিফের গাড়ির চালক নুর হোসেন লিখিত অভিযোগপত্রে পুলিশকে জানান, গাড়িতে রাজু ঝার সঙ্গে তাঁর মালিক ছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ ল্যাংচা দোকানের সামনে মুড়ি খেয়ে তিনি গাড়িতে ওঠেন। ব্রতীন ফের গুটখা আনতে পাঠান।

সদ্য খুন হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝা। কিন্তু এই খুনের নেপথ্যে রয়েছে বড় পরিকল্পনা। যা এবার হাতে পেল পুলিশ। কয়লা মাফিয়া রাজু ঝাকে খুনের ‘সুপারি’ দেওয়া হয়েছিল ভিন রাজ্যের শার্প শ্যুটার গ্যাংকে। এই তথ্য পেয়ে পুলিশ নিজেদের সোর্স কাজে লাগাতে শুরু করে। তখনই টাকার অঙ্কটা জেনে মাথা ঘুরে যায় পুলিশ কর্তাদের। কারণ টাকার অঙ্ক—এক কোটি। তবে এখানেই শেষ নয়, ‘সুপারি’র অগ্রিম বাবদও পাঠানো হয় বড় অঙ্কের টাকা। সেটাও ২৫ লক্ষ টাকার কম নয় বলেই তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ ঠিক কী তথ্য পেয়েছে?‌ তদন্তে নেমে একাধিক লোকজনকে জেরা এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা তথ্য হাতে এসেছে পুলিশের। পুলিশ কর্তাদের সন্দেহ, রাজুর বিরোধী গোষ্ঠীর এক কয়লা মাফিয়া সেই অগ্রিম টাকা দিয়েছিল। তবে তাঁর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সুপারি কিলার এই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল দুর্গাপুরের এক ব্যক্তি। রাজুকে খুনের জন্য রেট ঠিক হয় কোটিতে। মোবাইল ফোনের ‘টাওয়ার ডাম্প’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিন রাজ্যের সুপারি কিলারদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে ঝাড়খণ্ড রওনা দিয়েছে পুলিশের টিম।

কেমন করে খুন করা হয় রাজুকে?‌ পুলিশ সূত্রে খবর, কাঁকসার কাছে দু’টি গাড়িতে অপেক্ষা করছিল রাজুর খুনিরা। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মিলিয়ে দেখা গিয়েছে, ওই জায়গাতেই বিকেল ৫টা নাগাদ কয়েকটি নম্বর থেকে ঘন ঘন ফোন আসে। আর সেগুলি ‘রিসিভ’ করে সুপারি কিলাররা। তার মধ্যে একটি নম্বর শার্প শ্যুটার গ্যাংয়ের সদস্যের। দুর্গাপুর থেকেই সে ফোন করেছিল। তখনই দুর্গাপুর থেকে রওনা দেন রাজু ঝা এবং আবদুল লতিফ। এই খবর সুপারি কিলারদের কাছে পৌঁছে দিয়েছিল রাজুর গাড়িতে থাকা কোনও সঙ্গী। রাজু কাঁকসায় পৌঁছতেই দু’টি গাড়ি করে সুপারি কিলাররা পিছু নেয়। সুপারি কিলাররা আগে থেকেই ঘটনাস্থল রেইকি করেছিল। রাজুর গাড়ি যে শক্তিগড়ে থামবেই সেটা নিশ্চিত ছিল খুনিরা।

কেমন করে পালাল সুপারি কিলাররা?‌ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, খুনের পর সুপারি কিলাররা শক্তিগড় থেকে ট্রেন ধরে বরাকর যায়। সেখান থেকে গা–ঢাকা দেয় ঝাড়খণ্ডে। আবদুল লতিফের গাড়ির চালক নুর হোসেন লিখিত অভিযোগপত্রে পুলিশকে জানান, গাড়িতে রাজু ঝার সঙ্গে তাঁর মালিক ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ল্যাংচা দোকানের সামনে মুড়ি খেয়ে তিনি গাড়িতে ওঠেন। পরে ব্রতীন ফের গুটখা আনতে পাঠান তাঁকে। তখন রাজু ছিলেন সামনের আসনে, আবদুল লতিফ এবং ব্রতীন পিছনের আসনে। গুটখা নিয়ে ফিরে আসতে গিয়ে নুর দেখেন, সামনের আসনে বসে থাকা রাজুকে লক্ষ্য করে আততায়ীরা লাগাতার গুলি চালাচ্ছে। তারপর থেকে আবদুল লতিফকে আর দেখা যায়নি। ইতিমধ্যেই নুর ও ব্রতীনকে জেরা করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ সুপারের অফিসে আসার সময় ব্রতীন বলেন, ‘লতিফকে আমি চিনতাম না।’

বাংলার মুখ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.