বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চার জেলা থেকে লালার কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত সিবিআইয়ের

চার জেলা থেকে লালার কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত সিবিআইয়ের

চার জেলা থেকে লালার কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত সিবিআইয়ের

কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালার প্রায় ২৬০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। যার বর্তমান বাজার মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।

চার জেলা থেকে লালার কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল সিবিআই। কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত লালা উরফে অনুপ মাঝির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছিল সিবিআই। এদিন সেই প্রক্রিয়াই সম্পন্ন করা হয়েছে বলে খবর।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগেই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়া এই চার জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের চিঠি পাঠানো হয়েছিল। তাঁদের কাছ থেকে এই বিষয়ে সাহায্য চেয়েছিল সিবিআই। এর পর ওই চার জেলায় অন্তত ৭০টি জায়গায় লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

এবার এই চারটি জেলা থেকে লালার প্রায় ২৬০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। যার বর্তমান বাজার মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া এই সম্পত্তি আর কাউকে কোনওদিন বিক্রি করতে পারবেন না লালা। এছাড়াও অস্থাবর সম্পত্তির কোনও জমি, সরকারি ঘরে নথিভুক্ত করতে পারবেন না তিনি। এই পদক্ষেপের জেরে লালা এবারে বেকায়দায় পড়বেন বলেই মনে করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির ১৮ তারিখ লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। মামলার শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করে সিবিআইয়ের বিশেষ আদালত। তারপরই আদালতের নির্দেশ মতো লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে সিবিআই। সিবিআইযের তরফে ওই চার জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের এই সংক্রান্ত বিষয়ে সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছিল।তারপরই লালার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সেই প্রক্রিয়াই সম্পন্ন করেছে সিবিআই।