শনিবার দুপুরে টিউশন পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এরপর পিংলার মুণ্ডুমারি এলাকা থেকে জখম অবস্থা থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। এই ঘটনায় সুব্রত দুলই নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। কলেজ ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তারপর তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে একেবারে নিজে থেকেই একটি সাদা রঙের মারুতিতে উঠছেন ওই তরুণী। নিজেই দরজা খুলে সামনের আসনে বসছেন তিনি। এখানেই প্রশ্ন তবে তাঁকে অপহরণ করা হল কীভাবে?
কিন্তু কীভাবে তিনি শনিবার রাতে গাড়ি থেকে পড়ে জখম হলেন? সূত্রের খবর,ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলেজছাত্রীর। সম্ভবত গাড়িতে ওঠার পরে তাকে এনিয়ে চাপ দেওয়া হয়েছিল। আর এরপরই উভয়ের মধ্যে চরম কথাকাটাকাটি শুরু হয়ে যায়। তারপরই সম্ভবত গাড়ি থেকে জোর করে নামতে গিয়েছিলেন ওই তরুণী। তখনই পড়ে গিয়ে তিনি জখম হন। তবে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে।
তবে সিসি টিভির ফুটেজে একথা পরিষ্কার যে তিনি নিজের ইচ্ছাতেই মারুতিতে উঠেছিলেন। কেউ তাকে জোর করেনি। এমনটাই অন্তত সিসি ক্য়ামেরার ফুটেজে ধরা পড়েছে। তবে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে কেন তাকে বিয়ের জন্য জোর দেওয়া হয়েছিল সেটা পুলিশ খতিয়ে দেখছে। ওই তরুণী বর্তমানে কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।