দার্জিলিংয়ে গাড়ির সঙ্গে ধাক্কা টয়ট্রেনের। সূত্রের খবর, লাইনের ধারে রাখা ছিল গাড়িটি। সেই গাড়ির সঙ্গে একেবারে মুখোমুখি ধাক্কা লাগে টয়ট্রেনের। তবে হতাহতের কোনও খবর নেই। টয়ট্রেনের চালক ও অন্য়ান্য কর্মীরা দ্রুত নেমে আসেন। তাঁরা এরপর টয়ট্রেনকে কিছুটা পেছন দিকে নিয়ে যান। এরপর গাড়িটিকে সরানো হয়।
এদিকে দার্জিলিংয়ে একাধিক সংকীর্ণ রাস্তাতেই দেখা যায় টয়ট্রেনের লাইনের উপরে বা লাইনের ধারে গাড়ি রাখা রয়েছে। এক্ষেত্রেও কিছুটা তেমনটাই হয়। কাছেই গাড়ি পার্কিং করে রাখার জায়গা। তার পাশে একেবারে লাইনের ধারে ছিল গাড়িটি। আর সেই গাড়ির সঙ্গেই ধাক্কা লাগে টয়ট্রেনের। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার দার্জিলিংয়ে টয়ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে গাড়ির।এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে পর্যটকবোঝাই গাড়িকে টয়ট্রেন ধাক্কা দিয়েছিল বলে খবর। ঘুম থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল টয়ট্রেনটি। এদিকে মূল রাস্তার এক ধার দিয়েই টয় ট্রেনের লাইন। আর সেই লাইনের উপর কোনওভাবে গাড়িটি চলে গিয়েছিল বলে খবর।
তার জেরে ট্রেনের সঙ্গে ওই চারচাকা গাড়ির ধাক্কা লেগেছিল। এর জেরে ওই গাড়ির সামনের বাঁ দিকের অংশে আঘাত লাগে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গাড়িটির। কিন্তু আশার কথা একটাই যে গাড়ির মধ্য়ে থাকা আরোহীরা সেভাবে আহত হননি। তবে গোটা ঘটনায় পর্যটকদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়েছিল।
তবে দ্রুত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়। গাড়িটিকে সরানো হয়। পর্যটকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে সূত্রের খবর, গাড়িটিতে যে নম্বর প্লেট ছিল সেটা দিল্লির নম্বর। মনে করা হচ্ছে গাড়িটি শিলিগুড়ি বা দার্জিলিংয়ের গাড়ি নয়। কারণ অভিজ্ঞ গাড়ি চালক হলে তাঁরা টয় ট্রেনের লাইন সম্পর্কে ওয়াকিবহাল। সেক্ষেত্রে তাঁরা অত্যন্ত সতর্কভাবেই গাড়ি চালান। কিন্তু এক্ষেত্রে গাড়িটি কীভাবে টয়ট্রেনের লাইনে উঠে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে।
ফের টয়ট্রেনের সঙ্গে ধাক্কা লাগল গাড়ির। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে এই গাড়িটিতে লোকজন ছিলেন না। যার জেরে ক্ষয়ক্ষতি সেভাবে কিছু হয়নি। তবে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় গাড়ি চালকরা। এদিকে গরম পড়তেই, স্কুলের পরীক্ষা মিটতেই পর্যটকরা বর্তমানে দার্জিলিংমুখী হতে শুরু করেছেন। সেক্ষেত্রে সতর্ক না হলে আগামী দিনে বড় বিপদ হতে পারে।