বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাংলার কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু, স্বীকার মমতা সরকারের

বাংলার কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু, স্বীকার মমতা সরকারের

এবার কি সচেতনতা বাড়বে? (ছবি সৌজন্য পিটিআই)

নবান্নের তরফে গোষ্ঠী সংক্রমণের স্বীকার করে নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।

কয়েকদিন ধরেই রাজ্যে হুড়মুড়িয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রায় প্রতিদিনই আক্রান্তের নিরিখে নয়া রেকর্ড তৈরি হচ্ছে। এই অবস্থায় রাজ্যের কয়েকটি জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার কথা স্বীকার করে নিল নবান্ন।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ, বিজ্ঞানীরা, সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, বাংলার কিছু কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে।'

গোষ্ঠী সংক্রমণ পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে নবান্ন। স্বরাষ্ট্র সচিব জানান, করোনা হাসপাতালে শয্যা সংখ্যা, অক্সিজেনের জোগান এবং সুরক্ষিত বাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যভবনের তরফে ইন্টিগ্রেটেড হেল্পলাইন চালু করা হচ্ছে। নম্বরগুলি হল - ১৮০০৩১৩৪৪৪২২২ এবং ০৩৩-২৩৪১২৬০০। সেখানে ফোন করলে একাধিক লাইনে ফোন পাওয়া যাবে। একইসঙ্গে টেলিমেডিসিনের হেল্পলাইন (০৩৩-২৩৫৭৬০০১) এবং অ্যাম্বুল্যান্স পরিষেবার (০৩৩-৪০৯০২৯২৯) জন্যও একটি হেল্পলাইন খোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। তবে কলকাতায় শুধুমাত্র সেই পরিষেবা মিলবে।

নবান্নের তরফে গোষ্ঠী সংক্রমণের স্বীকার করে নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একযোগে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতার জন্য গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। করোনার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সাধারণভাবে দেখেছে রাজ্য। তার জেরে সাড়ে চার মাসও পরিকাঠামো গুছিয়ে উঠতে পারেননি রাজ্য সরকার। ফলস্বরূপ ‘আধা সেদ্ধ, আধা পক্ক, আধা ভাজা’ সিদ্ধান্ত নিতে হয়েছে। একসুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, রাজ্য সরকারের ব্যর্থতা, তথ্য লুকানোর জন্যই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। 

যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর পালটা অভিযোগ, কেন্দ্র বিমান পরিষেবা বন্ধ না করায় করোনা ছড়িয়েছে। পাশাপাশি ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালানো নিয়ে কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের ফলে দেশের গ্রামীণ এলাকায় করোনার প্রকোপ বেড়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। 

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.