বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পথ দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণেও 'কেন্দ্রীয় বঞ্চনা'? বীরভূমে তরজা তুঙ্গে

পথ দুর্ঘটনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণেও 'কেন্দ্রীয় বঞ্চনা'? বীরভূমে তরজা তুঙ্গে

বীরভূমে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৯জন। ফাইল ছবি (PTI Photo) (PTI)

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, কেন্দ্রের তরফে কোনও সহায়তা পাওয়া যায়নি। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই ইস্যুতে বিজেপিকে চেপে ধরেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপির সবটাই ভাঁওতা। সেটাই আরও একবার প্রমাণিত হল।

রামপুরহাটে পথ দুর্ঘটনায় সহায়তা পাওয়াকে ঘিরেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এনিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা তুঙ্গে। সূত্রের খবর, গত ৯ অগস্ট মল্লারপুরে জাতীয় সড়কে অটোতে চেপে বাড়ি ফিরছিলেন পারকান্দি গ্রামের ১২জন বাসিন্দা। সরকারি বাস পিষে দিয়েছিল অটোটিকে। মৃত্যু হয়েছিল ৯জনের। অন্ধকার নেমে এসেছিল আদিবাসী, শ্রমিক পরিবারে।

এরপর রাজ্য সরকারের তরফে তাদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল।প্রধানমন্ত্রীর দফতর থেকেও তাঁদের সহায়তার আশ্বাস দেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বও বিষয়টি ওই পরিবারগুলিতে জানিয়ে দেয়।

এদিকে রাজ্য় সরকার ইতিমধ্যে পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার সেই টাকা পেয়ে গিয়েছে বলে তারা স্বীকার করেছে। কিন্তু কোথায় গেল কেন্দ্রের সহায়তা?

ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি, কেন্দ্রের তরফে কোনও সহায়তা পাওয়া যায়নি। এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই ইস্যুতে বিজেপিকে চেপে ধরেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপির সবটাই ভাঁওতা। সেটাই আরও একবার প্রমাণিত হল। 

এদিকে বিজেপি নেতৃত্বের পালটা দাবি, কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠিয়েছে। কিন্তু জেলা প্রশাসন তা আটকে দিয়েছে। তবে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এমন কোনও সহায়তা কেন্দ্রের তরফে আসেনি।

 

বন্ধ করুন