মন ভালো নেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা গরুপাচারকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের। আর পুজোর সময় জেলের অন্দরে থাকলে কারই বা মন ভালো থাকে? পুজোর চারদিন একেবারেই অন্য়ভাবে কাটাতেন কেষ্ট মণ্ডল। রাজনৈতিক সহকর্মীরা তো আছেনই, তার সঙ্গে পরিবার পরিজন বিশেষত মেয়ের সঙ্গেও সময় কাটাতেন তিনি। আর এবার সেই তিনিই পুজোর দিনে আসানসোল সংশোধনাগারে বন্দি। বার বার মনে পড়ে যাচ্ছে বাড়ির কথা। এই সময়টা কীভাবে তিনি গ্রামের বাড়িতে পুজো উদযাপন করতেন।সেসবই হয়তো উঁকি দিচ্ছে মনের ভেতরে। আর ততই যেন মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সূত্রের খবর এমনটাই।
দেশি মুরগির ঝোল আর ছোট মাছের প্রতি অনুব্রতর বরাবরের ভালোলাগা রয়েছে। পুজোর দিনগুলোতে জেলের অন্দরে মেনুতে তেমনটাই আবদার ছিল তাঁর। কিন্তু প্রিয়জনরাই যেখানে কাছে নেই, সেখানে কি আর দেশি মুরগির ঝোল কব্জি ডুবিয়ে খেতে ভালো লাগবে?
সেই নানুরের হাটসেরেন্দি গ্রামে অনুব্রতর গ্রামের বাড়ি। সেখানেই প্রতিবার পুজো হয়। সেই পুজোতেই যেতেন অনুব্রত। তবে এবার আর সেসবের উপায় নেই। অনেকের মতে, প্রিয় মেয়েকে কাছে না পাওয়াটা বাবা হিসাবে অনুব্রতর কষ্টের একটা বড় কারণ। মূলত পুজোর দিনগুলোতে সেকারণেই কিছুটা বিমর্ষ কেষ্ট মণ্ডল।
সূত্রের খবর, এবার মহালয়াতে একেবারে কাকভোরে উঠে পড়েছিলেন তিনি। বাড়িতে থাকলেও উঠে পড়তেন এভাবেই। তারপর সারাদিনের ব্যস্ততা। পার্টির কাজ, দলীয় নেতা কর্মীদের আনাগোনা। কিন্তু জেলের অন্দরে বার বার মনে পড়ে যায় বীরভূমের কথা। মেয়ের কথা। পরিবারের কথা।