বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ECI: ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে তৃণমূল, অভিযোগ করে নির্বাচনে কমিশনে চিঠি অধীরের

ECI: ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে তৃণমূল, অভিযোগ করে নির্বাচনে কমিশনে চিঠি অধীরের

অধীর চৌধুরী।

সাগরদিঘি নির্বাচনের আগে দলের দুই কর্মীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানো হয়েছে। এই অভিযোগ জানিয়ে  কমিশনে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী।

সাগরদিঘি নির্বাচনের আগে দলের দুই কর্মীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানো হয়েছে। এই অভিযোগ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন শাসকদল তৃণমূল কংগ্রেস তাঁদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য প্রশাসনকে ব্যবহার করে দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, তাঁর দলের দুই নেতা সাইদুর রেহমান ও বায়রন বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রসঙ্গত, বায়রন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন হাওড়ার এক মহিলা। এই অভিযোগে বিরুদ্ধেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। চিঠিতে তিনি জানিয়েছেন,তৃণমূল প্রথমে সাইদুরকে টার্গেট করে। তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতার করায়। কিন্তু হাইকোর্ট থেকে জামিন পায়। ১৭ ফেব্রুয়ারি সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। তাঁর জামানত বন্ডে সই করেছেন অধীর চৌধুরী।

কংগ্রেসে সাংসদের অভিযোগ, এবার সাগরদিঘি নির্বাচনের আগে টার্গেট করা হয়েছে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে। চিঠিতে তিনি লিখেছেন, 'সাাগরদিঘিতে আমাদের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার আবেদন পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অবিলম্বে ব্যবস্থা নিন। সাগরদিঘিতে যাতে অবাধ ও সুষ্ঠু ভাবে নির্বাচন হয় তা নিশ্চিত করুন।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন