বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jhalda Municipality: ঝালদা পুরসভার বোর্ড গঠন করল কংগ্রেস, পুরপ্রধানে থাকল চমক, আদালতে তৃণমূল

Jhalda Municipality: ঝালদা পুরসভার বোর্ড গঠন করল কংগ্রেস, পুরপ্রধানে থাকল চমক, আদালতে তৃণমূল

ঝালদা পুরসভার বোর্ড গঠন করল কংগ্রেস।

জবা মাছুয়া আবার অপসারিত চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের ঘনিষ্ঠ বলে কংগ্রেস অভিযোগ তোলে। প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় কংগ্রেস। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের প্রশাসকের নিয়োগে স্থগিতাদেশ জারি করেন। আজ ১৬ জানুয়ারি ঝালদার পুরপ্রধান নির্বাচনের দিন ছিল।

ঝালদা পুরসভার বোর্ড গঠন করল কংগ্রেস। আর এই পুরসভার চেয়ারপার্সন হলেন শিলা চট্টোপাধ্যায়। আজ, সোমবার ৭–০ ভোটে জিতে ঝালদা পুরসভার বোর্ড দখল করল কংগ্রেস। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ ঝালদা পুরসভার প্রধান নির্বাচন হয়। তবে ঝালদা পুরসভার ভোট নিয়ে জটিলতা জারি রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ভোটাভুটিতে কংগ্রেসের ঝুলিতে আসে ৭টি ভোট। এই নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

কেমন করে বোর্ড গঠন করল কংগ্রেস?‌ আজ, সোমবার ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভার ৬ জন কংগ্রেস কাউন্সিলর, ১ জন নির্দল কাউন্সিলর এবং ৫ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ঝালদা পুরসভায় যান। শীলা চট্টোপাধ্যায় নির্দল কাউন্সিলর হিসাবে থাকলেও তিনি কংগ্রেসকে সমর্থন করেন। এই পুরসভার চেয়ারম্যান হলেন ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। এই শীলার সমর্থন নিয়েই আগে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। তিনিই এবার ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থনে হলেন পুরপ্রধান। যদিও তৃণমুল কংগ্রেসের কাউন্সিলররা ভোটদান থেকে বিরত থাকেন। এই পুরপ্রধান হওয়ার লোভে কংগ্রেসকে সমর্থন করার জন্যই আদালতে গিয়েছে তৃণমূল কংগ্রেস।

আর কী জানা যাচ্ছে?‌ এখানে পাঁচটি তৃণমূল কংগ্রেস, পাঁচটি আসন কংগ্রেস পায়। দুই নির্দল প্রার্থীর সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস পুরবোর্ডের দখল করেছিল। তারপর চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে সুরেশ আগরওয়াল চেয়ারম্যান পদ থেকে সরে যেতে হয়। আস্থাভোটে জয়ী হয় কংগ্রেস। কিন্তু বোর্ড গঠন করতে পারেনি। কারণ সরকারের পক্ষ থেকে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়। তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর জবা মাছুয়াকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়।

তারপর কী ঘটেছিল?‌ এই জবা মাছুয়া আবার অপসারিত চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের ঘনিষ্ঠ বলে কংগ্রেস অভিযোগ তোলে। প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় কংগ্রেস। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারের প্রশাসকের নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেন। আজ ১৬ জানুয়ারি ঝালদার পুরপ্রধান নির্বাচনের দিন ছিল। অবশেষে ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান হিসাবে শিলা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করে দেয় কংগ্রেস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন