দলবিরোধী কাজের জন্য কংগ্রেস নেতাকে বহিষ্কারের জের। দলের ডাকা বৈঠকে অন্যান্য জেলা কংগ্রেস নেতাদের গায়ে কালি ছিটিয়ে দিলেন ওই বহিষ্কৃত নেতার অনুগামীরা। দলের অভ্যন্তরে এই ঘটনা প্রকাশ্যে চলে আসায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস শিবির। তবে যাঁর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে কোলাঘাটের কংগ্রেস শিবিরে।
গত ২৭ মার্চ ব্লক কংগ্রেস নেতা সাব্বির হোসেনকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সম্মতিক্রমে বহিষ্কার করা হয়। দলবিরোধী কাজকর্মের জন্য তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তাঁকে ফের দলে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলেন সাব্বির। কিন্তু তাঁর আবেদন গ্রাহ্য হয়নি। সম্প্রতি ব্লক কংগ্রেসের তরফে যখন বৈঠক ডাকা হয়, তখন সেখানে হাজির ছিলেন সাব্বিরের অনুগামীরা। বৈঠকের মধ্যেই সাব্বিরের অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৈঠকে কংগ্রেস কর্মীদের শান্ত করার চেষ্টা করেন কংগ্রেস নেতারা। কিন্তু তাতেও কাজ হয়নি। তখনই আচমকা কংগ্রেস নেতাদের লক্ষ্য করে কালি ছিটিয়ে দেন সাব্বিরের অনুগামীরা।
জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র জানান, ‘গত ২৭ মার্চ দলের ভাইস প্রেসিডেন্ট মদনমোহন জানা শৃঙ্খলাভঙ্গের জন্য সাব্বির হোসেনকে বহিষ্কার করেন। মদনমোহনের প্রতি ক্ষোভ প্রকাশের জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। মদনবাবু সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতার গায়ে কালি ছিটিয়ে দিয়েছেন সাব্বিরের অনুগামীরা। আমরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে পুরো বিষয়টি জানাব। দলীয় রীতিনীতি মেনে তাঁদের বিরুদ্ধে শাস্তির বিধান হবে।’