অনুগামীদের মধ্যমণি হয়ে থাকা ‘দাদা’ নিরাপত্তাহীনতায় ভুগছেন? মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তাও প্রত্যাহার করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এখন তাঁকেই নাকি খুনের চক্রান্ত করা হচ্ছে। মঙ্গলবার কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এমনই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা।
এদিন শুভেন্দু–ঘনিষ্ঠ তৃণমূল নেতা কনিষ্ক বলেন, ‘আমাদের কাছে খবর আছে, শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে। জরুরি ভিত্তিতে তাঁর নিরাপত্তার প্রয়োজন। তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাবেন শুভেন্দু অনুগামীদের একাংশ।’
এদিন কনিষ্ক পণ্ডা আরও জানান, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রসঙ্গে মঙ্গলবার এক কোর কমিটির বৈঠকে বসছেন তাঁর অনুগামীরা। কবে রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য সময় চাওয়া হবে সেই সিদ্ধান্ত এই বৈঠকেই নেওয়া হবে। জানা গিয়েছে, শুভেন্দুকে সরকারি নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানানো হবে রাজ্যপালের কাছে। তাঁকে বর্তমান পরিস্থিতির ব্যাপারেও অবগত করা হবে।
শনিবার রাতে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে নিজের গড় নন্দীগ্রামে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলে থাকছেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুভেন্দু অধিকারী পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। সূত্রের খবর, ততদিনে বিজেপি–র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে যাবে। তাই এই মাসের মাঝামাঝি সময়কে বেছে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার আগেই ‘জেড’ ক্যাটেগরির যে নিরাপত্তা তিনি পেতেন তাও যাতে রাজ্য সরকার প্রত্যাখান করে নেয় তার জন্য রাজ্য সরকার ও পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি এতদিন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর পাশাপাশি কনভয়ে টেল কার, পাইলট কার এবং এসকর্ট কার পেতেন। মন্ত্রিত্বের সঙ্গে সেগুলিও তিনি তিনি প্রত্যাহার করেন।