বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাজ্যের ৩ জেলায় 'কনটেনমেন্ট জোন', কোথায় কোথায় বিধিনিষেধ থাকবে, দেখে নিন

রাজ্যের ৩ জেলায় 'কনটেনমেন্ট জোন', কোথায় কোথায় বিধিনিষেধ থাকবে, দেখে নিন

দুর্গাপুজোর পর আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আপনার এলাকাও কি তালিকায় আছে?

দুর্গাপুজোর পর আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে তিনটি জেলায় কনটেনমেন্ট জোনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। উত্তর ২৪ পরগনা এবং হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। জলপাইগুড়িতে কয়েকটি এলাকায় কনটেনমেন্ট জোনের বিধিনিষেধ কার্যকর করেছে জেলা প্রশাসন।

হাওড়া

হাওড়ার ১৪ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে নিয়ম গত শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ছ'টা থেকে কার্যকর করা হয়েছে।

উত্তর ২৪ পরগনা

রাজ্যের মধ্যে কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনায় আপাতত সর্বাধিক মাইক্রো কনটেনমেন্ট জোন আছে। ৫১ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।

জলপাইগুড়ি

জলপাইগুড়িতে আবার কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। সেই তালিকায় আছে ন'টি এলাকা। জেলা প্রশাসনের তরফে রবিবার (২৪ অক্টোবর) সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এমনিতে সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৮০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২২৯ জন। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা ১৪২। অর্থাৎ বর্তমানে জেলাভিত্তিক সংক্রমণের শীর্ষে আছে কলকাতা। তবে সেখানে আপাতত কোনও কনটেনমেন্ট জোন বা মাইক্রো কনটেনমেন্ট জোনের ঘোষণা করা হয়নি। সোমবার কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ‘কলকাতায় বেশিরভাগ মানুষেরই টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই সংক্রমণ বাড়লেও আতঙ্কের কিছু নেই। কনটেনমেন্ট জোন করছি না আমরা। সচেতনতা বাড়াতে প্রয়োজন মতো মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে।’ পরে কলকাতা পুরনিগমের এক শীর্ষ আধিকারিকও বলেছেন, ‘এই মুহূর্তে কলকাতায় আমরা কোনও কনটেনমেন্ট জোনের ঘোষণা করছি না। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে কলকাতায়। আমরা এই মুহূর্তে সচেতনতার উপর জোর দিচ্ছি।’

বাংলার মুখ খবর

Latest News

'...আমরা বাধ্য হব কর্মবিরতিতে যেতে', এবার সরকারকে হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকদের চোটের কারণে ছিটকে গেলেন শরিফুল, টিমে জাকির আলি! ১৬ জনের দল ঘোষণা করল বাংলাদেশ নিয়োগ দুর্নীতি মামলায় দু’বছর পর জামিন পেলেন মানিক, শর্ত বেঁধে দিল হাইকোর্ট জাতীয় সড়কে মারাত্মক পথ দুর্ঘটনা, পুলিশের সাহায্যে প্রাণে বাঁচলেন জুনিয়র ডাক্তার 2024 সালের সেপ্টেম্বরে কেনার জন্য সেরা OnePlus TWS ইয়ারবাডস একটি বা দু’টি নয়, তিন তিনটি ব্রেসলেট দেখা গেল শাহরুখের কব্জিতে, দাম লক্ষাধিক পিয়ানো-গানে প্রতিবাদের ভাষা! কালো জামা, মাথায় ফিতে, মেয়ের ভিডিয়ো শেয়ার সুদীপ্তার ‘নিজের জন্য রুখে দাঁড়াতে হয়…’, অহংকারী বলে অপমান! অনন্যাকে কড়া জবাব সিদ্ধান্তের সন্দীপের তালাবন্ধ পৈত্রিক বাড়িতে ED, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাবা-মা কোথায় আরজি কর-এ বোমাতঙ্ক! পরিত্যক্ত ব্যাগ ঘিরে উঠছে প্রশ্ন, ছুটল বম্ব স্কোয়াড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.