কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। বিধাননগর, ব্যারাকপুর এবং বারাসতের ৪১ টি এলাকায় বাড়তি বিধিনিষেধ কার্যকর করা হতে চলেছে। অর্ধেকের বেশি মাইক্রো কনটেনমেন্ট জোন বিধাননগরের মধ্যে পড়ছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ওয়ান, সেক্টর থ্রি, বাঙুর অ্যাভিনিউ, লেকটাউন, সল্টলেক, বাগুইহাটি মিলিয়ে বিধাননগর মহকুমার মোট ২১ টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপুরজি কমপ্লেক্সের একাংশও কনটেনমেন্ট জোনের তালিকায় আছে। ব্যারাকপুর সাব-ডিভিশনের মধ্যে আবার নিমতা, বরাহনগর, খড়দহ, ঘোলার ১৮ টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। বাকি মাইক্রো দুটি কনটেনমেন্ট জোন আছে বারাসত মহকুমায়। দুটিই হাবড়া থানার অন্তর্গত।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্যে লাগামহীনভাবে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। সোমবার সেই সংখ্যাটা সামান্য কমলেও উদ্বেগ কমেনি। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৬,০৭৪ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রমণের হার ১৯ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। যা কিনা পাঁচ শতাংশের নীচে থাকা অত্যন্ত জরুরি। তাও নমুনা পরীক্ষার সংখ্যা এখনও কম আছে। পরীক্ষার সংখ্যা বাড়লে আক্রান্তের ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উদ্বেগ বাড়িয়েছে উত্তর ২৪ পরগনাও। শেষ ২৪ ঘণ্টায় শুধু উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক।