বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘কলকাতা-কোচবিহার বিমানযাত্রা বাতিল,’ ফেসবুকে পোস্ট প্রাক্তন মন্ত্রীর,কী ব্যাপার?

‘কলকাতা-কোচবিহার বিমানযাত্রা বাতিল,’ ফেসবুকে পোস্ট প্রাক্তন মন্ত্রীর,কী ব্যাপার?

সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ফেসবুক 

ইতিহাস বলছে ১৯৩৪ সালে প্রথম বিমান নামে কোচবিহারে। রাজ আমলে ১৯৩৭-৩৮ সালে তৈরি হয়েছিল বিমানবন্দর। রাজ আমলে ৪২ আসনের বিমানও চলেছে কোচবিহারে। তবে সেসব স্বর্ণালী অতীত।

তবে কি তীরে এসে তরী ডুবেই গেল?  মঙ্গলবার রাতে আচমকা ফেসবুকে পোস্ট করেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি লিখেছেন অনিবার্য কারণবশত আগামী কালকের কলকাতা-কুচবিহার বিমানযাত্রা বাতিল করা হল…এদিকে সেই পোস্ট দেখে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে অনেকেরই। একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমজনতা। এই বোধহয় কোচবিহার আর কলকাতার মধ্য়ে আকাশপথে যোগাযোগ ফের শুরু হয়। কিন্তু বাস্তবে কি কলকাতা কুচবিহার বিমান চলাচল শুরু হবে না? এই প্রশ্ন একেবারে আছড়ে পড়েছে কোচবিহারে?

এদিকে আগামীকাল থেকে কোচবিহার-কলকাতা বিমানযাত্রার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। আশায় আশায় অপেক্ষা করছেন কোচবিহারবাসী। তার মধ্যেই রাতে আমচকা প্রাক্তন মন্ত্রীর এই বিস্ফোরক পোস্ট। তিনি লিখেছেন, কলকাতা কুচবিহার বিমানযাত্রা বাতিল করা হল। তবে সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন,  তিনি ও তৃণমূলের কয়েকজনের বিমান যাত্রা করার কথা ছিল, সেই যাত্রা তাঁরা বাতিল করেছেন। 

তবে এটা বোঝা যাচ্ছে তিনি তাঁদের বিমানযাত্রার কথা বোঝাতে চেয়েছেন। সেই বিমানে তাঁদের যাত্রাটা বাতিল হয়েছে। বিমান বাতিল নয়। এমনটাই সূত্রের খবর। তবে প্রাক্তন মন্ত্রীর এই পোস্টকে ঘিরে চরম বিভ্রান্তি ছড়ায়। সূত্রের খবর, ২১ তারিখ নির্দিষ্ট সূচি মেনেই কলকাতা কোচবিহার বিমান ফের চালু হবে। এদিকে দিল্লি থেকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই পরিষেবার সূচনা করার কথা রয়েছে। কলকাতা থেকে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। 

কোচবিহারের পাঁচজন বিজেপি বিধায়ক থাকবেন। আর থাকবেন না তৃণমূলের জনপ্রতিনিধিরা। কার্যত বিমান চালুর আগে থেকেই জোর সংঘাত। 

পরে আবার মন্ত্রী আগের পোস্ট মুছে দিয়ে লিখেছেন, 'অনিবার্যকারণবশত আগামীকালের কলকাতা-কোচবিহার যাত্রা বাতিল করা হল'

তবে এই বিমান চালুর পেছনে কার কৃতিত্ব রয়েছে তা নিয়েও দড়িটানাটানি চলছে ক্রমাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কিছুদিন আগেই কোচবিহার বিমানবন্দরে গিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছিলেন। এদিকে রাজ্য় সরকারও এব্যাপারে এগিয়ে এসেছে।

ইতিহাস বলছে ১৯৩৪ সালে প্রথম বিমান নামে কোচবিহারে। রাজ আমলে ১৯৩৭-৩৮ সালে তৈরি হয়েছিল বিমানবন্দর। রাজ আমলে ৪২ আসনের বিমানও চলেছে কোচবিহারে। তবে সেসব স্বর্ণালী অতীত। 

কোচবিহার কলকাতা বিমান চালু নিয়ে দীর্ঘদিন নানা টানাপোড়েন চলেছে। বাসিন্দাদের মতে, প্রতিবার ভোট এলেই কোচবিহার বিমানবন্দরের প্রসঙ্গ সামনে আসে। বিমান চালুর ব্যাপারে নানা প্রতিশ্রুতিও দেওয়া হয়। এমনকী বিমান চালুর ক্ষেত্রে কৃতিত্ব নেওয়ার জন্য় রাজ্য ও কেন্দ্রের মধ্যে দড়ি টানাটানিও কম হয়নি। এর আগে একাধিকবার পরীক্ষামূলকভাবে বিমান চালানোর চেষ্টা করা হয়েছিল। ফের সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে আবার কোচবিহারে বিমান চালুর উদ্যোগ। তবে এর ধারাবাহিকতা কতদিন বজায় থাকবে সেদিকেই তাকিয়ে আমজনতা। 

 

বাংলার মুখ খবর

Latest News

ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর মমতার দেওয়া জমি পছন্দ নয়! মুর্শিদাবাদের স্কুলে দুবছর ধরে বাস ৩৫ পরিবারের

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.