বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Controversial Statement by TMC MLA: ‘বিরোধীদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন’, বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে তৃণমূল বিধায়ক

Controversial Statement by TMC MLA: ‘বিরোধীদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন’, বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে তৃণমূল বিধায়ক

প্রতীকী ছবি (ANI Photo) (Utpal Sarkar)

বিধায়ক বলেন, ‘এই সিপিএম সমাজের বিষ। কংগ্রেস এবং বিজেপি সমাজের শত্রু। বিজেপি মানুষের মধ্যে বিভাজন ঘটাতে চায়। এরা গ্রামে এসে বিভ্রান্ত করলে তাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন। এদের জিজ্ঞেস করুন, তোমরা মানুষের জন্য কী করেছ?’

বিরোধীদের বেঁধে রাখতে বলে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন মালদা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি। প্রসঙ্গত, মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদার বৈষ্ণবনগরে মঙ্গলবার একটি জনসভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সভার মঞ্চ থেকেই তৃণমূল কর্মী, সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই সিপিএম সমাজের বিষ। কংগ্রেস এবং বিজেপি সমাজের শত্রু। বিজেপি মানুষের মধ্যে বিভাজন ঘটাতে চায়। এরা গ্রামে এসে বিভ্রান্ত করলে তাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন। এদের জিজ্ঞেস করুন, তোমরা মানুষের জন্য কী করেছ?’

বিধায়কের এহেন মন্তব্যে স্বভাবতই বিতর্ক তৈরি হয়েছে। তবে বিধায়ক নিজের মন্তব্যে অনড় রয়েছেন। তিনি বলেন, ‘আমরা যেখানে সভা করলাম, এই এলাকা গঙ্গা ভাঙনে জর্জরিত। তবে বিজেপি এখানে এসেই জাতপাতের কথা বলে। গঙ্গা ভাঙন রোধ করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিন্তু কেন্দ্র কিছু করছে না। বিজেপি নেতারা মানুষকে বিভ্রান্ত করছেন। এদের দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত।’

এদিকে বিধায়কের এহেন মন্তব্যের বিরোধিতা করেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি। তাঁর কথায়, ‘জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস। তাই মাথা ঠিক নেই। আর এই কারণেই ভুলভাল বকছেন।’ এদিকে আবদুর রহিম বক্সিকে ‘নীতিহীন’ আখ্যা দিয়ে জেলা সিপিএম সম্পাদক অম্বর মিত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘৩৪ বছর উনি তো বামফ্রন্টে ছিলেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য তৃণমূলে গিয়েছেন। এসব বড় বড় কথা নীতিহীন লোকেদের মুখে মানায় না।’ এদিকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলগুলির মধ্যে কুকথার প্রতিযোগিতা চলছে।’

বন্ধ করুন