রাজ্য মৎস্য ফতরের কর্মীদের বেতন বকেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক আখিল গিরি। ‘প্রয়োজনে কিছু কর্মীকে বসিয়ে দিতে হবে’ বিধায়কের এমনই মন্তব্যকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের চুক্তিভিত্তিক কর্মীরা। তার উপর তৃণমূল বিধায়কের এই ধরনের বক্তব্যে ক্ষুব্ধ কর্মীরা।
৫ মাস ধরে বেতন পাচ্ছেন না মৎস্য উন্নয়ন নিগমের কর্মীরা, মেটানোর আশ্বাস মন্ত্রীর
পুজোর আনন্দে এখন মাতোয়ারা মানুষ। কলকাতা-সহ জেলায় জেলায় চলছে পুজোর উদ্বোধন। তারই মধ্যে বেতন না পাওয়ায় হতাশ কর্মীরা। আউসগ্রাম যমুনা দিঘি মৎস্য প্রকল্পের কর্মীদের অভিযোগ, গত মার্চ মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। দফতরের কর্তাদের জানিয়েও সমস্যার সমাধান কিছু হয়নি। এই অবস্থায় সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। তারই মধ্যে প্রাক্তন মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেছেন, ‘মৎস্য উৎপাদন যদি না বাড়ে তাহলে সে ক্ষেত্রে কর্মীদের বসিয়ে দিতে হবে।’
এই অবস্থায় রাজ্যের বর্তমান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী কর্মীদের সমস্যা মেটাতে তৎপর হয়েছেন। তিনি জানিয়েছেন, মৎস্য দফতরে একটি সমস্যা তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। কর্মীদের বকেয়া মেটানো হবে। তবে মন্ত্রীর আশ্বাসে অবশ্য সন্তুষ্ট হতে পারছেন না কর্মীরা। এই অবস্থায় সুরাহা চেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। একসময় বেশ লাভজনক জায়গাতেই পৌঁছে গিয়েছিল মৎস্য দফতর। এই দফতরের ব্যাঙ্কে কয়েকশো কোটি টাকা স্থায়ী আমানত ছিল। তারপরেও কেন কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। মৎস্য উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর শর্মিষ্ঠা দাস বলেন, ‘এই সমস্যা দীর্ঘদিনের ফলে। তাড়াতাড়ি তা মেটানো সম্ভব নয়। আমরা আন্তরিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’