বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > যাতায়াতের পথে ছাত্রীদের সামনে লুঙ্গি তুলত যুবক, ধরা পড়েও মুখে হাসির ঝিলিক

যাতায়াতের পথে ছাত্রীদের সামনে লুঙ্গি তুলত যুবক, ধরা পড়েও মুখে হাসির ঝিলিক

ছাত্রীদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ছবিটি প্রতীকী - পিক্স্যাবি।

কোচবিহারের মাথাভাঙায় এক যুবকের বিরুদ্ধে বড় অভিযোগ। মহিলাদের নানাভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ তার বিরুদ্ধে।

কোচবিহারের মাথাভাঙা। হাই মাদ্রাসার চৌপথি দিয়ে রোজই স্কুলে যায় ছাত্রছাত্রীরা। আর সেই যাতায়াতের পথেই দাড়িয়ে থাকত মূর্তিমান এক যুবক। পরনে লুঙ্গি। আর ছাত্রীদের দেখলেই লুঙ্গি তুলে ফেলত সে। একদিন দুদিন নয়। এটাই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। অভিযোগ এমনটাই। এদিকে আতঙ্কে ছাত্রীরা সেই রাস্তা দিয়ে যেতে চাইত না। কিন্তু স্কুলে যেতে গেলে ওই রাস্তা দিয়েই যেতে হত তাদের।

এদিকে মঙ্গলবারও ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিল ছাত্রীরা। আর এদিনও স্থানীয় লোকজন দেখেন, সিরাজুল মিঁয়া নামে ওই যুবক ওই ধরনের আচরণ করছে। আর তারপরই তাকে হাতেনাতে ধরে ফেলেন বাসিন্দারা। এরপরই শুরু হয় গণপিটুনি। রীতিমতো তাকে বেঁধে ফেলেন বাসিন্দারা। তারপর শুরু হয় মারধর। পরে পুলিশ ওই যুবককে আটক করে।

এদিকে দেখা যায়, ওই যুবক মাটিতে পড়ে রয়েছেন। এরপর আর তার দিকে ক্য়ামেরা ঘোরাতেই দেখা যায় তার মুখে হাসির ঝিলিক। এটা দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকেই।

কিন্তু ওই যুবক কেন এভাবে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখাত তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বাসিন্দাদের দাবি, এদিনই প্রথম নয়। এর আগেও ওই যুবক ওই কান্ড ঘটিয়েছে। সে মাঝেমধ্যেই স্থানীয় মেয়েদের পথ আটতে দাঁড়াত। এরপর নানাভাবে উত্যক্ত করত সে। এমনকী স্কুলের গাড়িও আটকে দিত সে। এরপর শুরু হত অঙ্গভঙ্গি। স্কুলে যাতায়াতের পথে যেন আতঙ্ক তাড়া করত ছাত্রীদের। ওই পথ এড়িয়ে যাওয়ার চেষ্টা করত তারা। তবে এদিন কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তারা।

বাসিন্দাদের দাবি, শুধু স্কুলের যাতায়াতের পথে নয়, ভোরবেলাতেও রাস্তায় দাঁড়িয়ে থাকত ওই যুবক। তখন টিউশানি পড়তে যেত ছাত্রীরা। আর তাদেরও পথ আটকে দাঁড়াত সে। এরপর ফের শুরু হত লুঙ্গি তুলে অঙ্গভঙ্গি। কোনওরকমে আতঙ্কে ছাত্রীরা ছুটতে শুরু করত। এদিনও স্কুলের গাড়ি আটতে সে নানা অশ্লীল ভঙ্গি করছিল ও কুকথা বলছিল বলে অভিযোগ।

তবে ওয়াকিবহাল মহলের মতে, তার মানসিক কোনো সমস্য়া রয়েছে কি না সেটাও দেখা দরকার। অন্য়দিকে এভাবে কাউকে গণপিটুনি করাটাও আইনসম্মত নয়।

তবে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশের চোখে কেন ওই যুবকের আচরণ এতদিন চোখে পড়েনি তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি এই ঘটনায় মাথাভাঙায় ছাত্রীদের সুরক্ষা নিয়েও নানা কথা উঠতে শুরু করেছে।

 

বাংলার মুখ খবর

Latest News

গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.