বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coochbehar Sound Mystery: কোচবিহারে পিলে চমকানো শব্দ! বিকট আওয়াজে কাঁপল রাজার শহর, বহু দূরে তার রেশ, কারণটা কী?

Coochbehar Sound Mystery: কোচবিহারে পিলে চমকানো শব্দ! বিকট আওয়াজে কাঁপল রাজার শহর, বহু দূরে তার রেশ, কারণটা কী?

কোচবিহার রাজবাড়ি। 

কোচবিহার বিকট শব্দ। রাজার শহরে শব্দ রহস্য।

কোচবিহারে আচমকাই বিকট শব্দ। কার্যত একেবারে পিলে চমকানো শব্দ। শহর জুড়ে হইচই পড়ে যায়। কোথা থেকে কীভাবে এই শব্দ এল সেটাই মূল রহস্যের। এমনকী পরিস্থিতি এমন হয় যে রাস্তাতেও লোকজন বেরিয়ে পড়েন। কিন্তু এত বিকট শব্দ কীভাবে হল? এই বিকট শব্দ এলই বা কোথা থেকে? 

শহর জুড়ে এনিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বাসিন্দাদের দাবি. মোটামুটি সাড়ে চারটে নাগাদ এই শব্দ শোনা যায়। অনেকে ঘরেতে ঘুমিয়েছিলেন। দুপুরের ভাতঘুমটা সবে শেষ হব হব করছে। এমন সময় বিকট শব্দ। চারদিকে কেঁপে ওঠে শব্দে। এমনকী ঘুম ভেঙে যায় এমন পরিস্থিতি। পথচলতি লোকজন মাথায় কানে হাত চেপে বসে পড়েন। তবে যেভাবে ঠিক বাজ পড়ে তেমন শব্দ ঠিক নয়। এই শব্দ যেন অন্যরকম। তবে কি দিনহাটাতে বোমা ফাটল নাকি? 

কিন্তু দিনহাটাতে বোমা ফাটলে তার আওয়াজ কোচবিহার শহরে আসবে কী করে? আবার শহরের পাশাপাশি, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ থেকেও এই শব্দ মেলে। এরপরই এনিয়ে খোঁজখোঁজ শুরু হয়ে যায়। তবে কি অশুভ কিছু নাকি? 

এদিকে শহরে নানা চর্চা শুরু হয়ে যায়। শহরের মধ্য়েই রাজবাড়ি, মদনমোহন মন্দিরের মতো ঐতিহাসিক স্থান রয়েছে। রাজ আমলের শহর এই কোচবিহার। অতীতে ভূমিকম্পে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজবাড়ি। তবে কি অশুভ কোনও ইঙ্গিত? কিন্তু ভূমিকম্পের মতো ঠিক কম্পনও নয়। আবার বিমান ভেঙে পড়েছে এমনটাও নয়। 

তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হয়তো মেঘ বিস্ফোরণের জন্য এমনটা হতে পারে। সাধারণত ছোট জায়গার মধ্য়ে এই ক্লাউডবার্স্ট হতে পারে। তবে সবটাই অনুমান করা হচ্ছে। অনেকের মতে, এটি সোনিক বুম। সুপারসোনিক কোনও বিমান গেলেও সোনিক বুম হতে পারে অর্থাৎ শব্দাঘাত। এটা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.