বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কলকাতার পর কোচবিহার, ফের সিপিএমের বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতার পর কোচবিহার, ফের সিপিএমের বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দিনহাটায় ভাঙচুরের পর সিপিএমের স্টল।

মঙ্গলবার নবমীর রাতে দিনহাটার রাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারের সামনে বইয়ের স্টল পরিচালনা করছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তখনই সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত গুন্ডারা।

কলকাতার পর কোচবিহার। ফের সিপিআইএম পরিচালিত বইয়ের স্টল ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মারধর করা হয়েছে সিপিএম কর্মীদেরও। এই ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মঙ্গলবার নবমীর রাতে দিনহাটার রাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারের সামনে বইয়ের স্টল পরিচালনা করছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তখনই সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত গুন্ডারা। ব্যাপক ভাঙচুর চালানো হয় স্টলে। বইপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয় মাটিতে। বাধা দিলে তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে আক্রান্ত হন সেখানে উপস্থিত DYFI ও CPIM কর্মীরাও।

জেনে নিন ২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

হামলার অভিঘাত সামলে রাতেই দিনহাটা থানায় যায় সিপিএম নেতৃত্ব। দায়ের হয় অভিযোগ। সেখানে একাধিক তৃণমূলকর্মীর নাম রয়েছে বলে জানা গিয়েছে। সিপিএম নেতা শুভ্রালোক দাস জানিয়েছেন, ‘পার্থর বাড়ি থেকে টাকা উদ্ধারের পর তৃণমূলের আর মাথার ঠিক নেই। ওই ঘটনার পর থেকে মানুষ আরও বেশি করে সিপিএমের পাশে দাঁড়াচ্ছে। তা দেখে আতঙ্কিত তৃণমূল। তাই বইয়ের স্টলে ভাঙচুর চালিয়েছে।’

অভিযোগ অস্বীকার করে দিনহাটা ব্লক তৃণমূল সভাপতি বিশু ধর বলেন, ‘বাজে কথা। তৃণমূলের সঙ্গে হামলার কোনও যোগ নেই। স্টলে লোক হচ্ছিল না। তাই প্রচার পেতে নিজেদের স্টল নিজেরাই ভাঙচুর করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে সিপিএম।’

বলে রাখি, সপ্তমীর সন্ধ্যায় কলকাতার যাদবপুরে সিপিএমের স্টল ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অষ্টমীতে তার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলে বিকাশরঞ্জন ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়কে আটক করে কলকাতা পুলিশ। 

 

বন্ধ করুন