মৃত্যু হল কোচবিহারে গণধর্ষণের শিকার নাবালিকার। বুধবার সকালে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত মঙ্গলবার তাঁকে অপহরণের পর ২ দিন ধরে ধর্ষণ করে ৫ যুবক। মূল অভিযুক্তসহ ৪ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৮ জুলাই মঙ্গলবার শরীর অসুস্থ থাকায় স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি ফিরছিল নাবালিকা। অভিযোগ নির্জন জায়গা থেকে ১৪ বছরের নাবালিকাকে অপহরণ করে পরিচিত ৫ যুবক। এর পর তাঁকে একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ ও যৌন নির্যাতন করে তারা। ২ দিন পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে ভর্তি নেননি। এর পর তাঁকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তারা। তার পর নাবালিকার পরিবার মেয়ের পরিণতির কথা জানতে পারে।
হাসপাতালে ভর্তির সময় থেকেই অচেতন ছিলেন নাবালিকা। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে MJN হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে বুধবার সকালে নাবালিকার মৃত্যুর খবর জানানো হয়।
এই ঘটনায় অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। মূল অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ধৃতরা নাবালিকার পূর্ব পরিচিত বলে দাবি পুলিশের। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করছেন আধিকারিকরা। তাদের বিরুদ্ধে খুনের ধারাও যোগ হতে চলেছে।