বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌‌করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারের কাছে যাবে তৃণমূল, কমিটি গঠন অভিষেকের

‌‌করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারের কাছে যাবে তৃণমূল, কমিটি গঠন অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফেসবুক)

এছাড়া ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। আহতদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, কম আহতদের ৫০ হাজার টাকা এবং ট্রমায় থাকা মানুষদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার মৃত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই টাকা মৃতদের পরিবারের হাতে তুলে দিতে ৬ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছেন তিনি। এই কমিটিতে প্রথমসারির ৬ জন তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রী থাকবেন। তাঁরা মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেবেন।

এদিকে বাংলায় এখনও পর্যন্ত মৃতের সংখ‌্যাটা ৬২। সেটা আরও বাড়তে পারে বলে মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে। সেই সংখ্যাটা ৩১ জন। এই মৃত পরিবারগুলির পাশে দাঁড়াতে ব‌্যক্তিগতভাবে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। তার জন্যই ৬ সদস্যের কমিটি গঠন করে দিলেন তিনি। তাঁরা মৃতদের বাড়ি বাড়ি গিয়ে চেক তুলে দেবেন। আর শুনবেন পরিবারের সদস্যদের কথা। সেটা তুলে ধরা হবে অভিষেকের কাছে।

কারা থাকছেন এই কমিটিতে?‌ অন্যদিকে এই কমিটিতে রাখা হয়েছে নাদিমুল হক, প্রতিমা মণ্ডল, শশী পাঁজা, দিলীপ মণ্ডল, সওকত মোল্লা এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁরাই এই কাজটি করবেন। এই কমিটির সদস্যরা দক্ষিণ ২৪ পরগনার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর হাওড়ায় ওইদিনের মতো সমস্ত কর্মসূচি স্থগিত করে দেন অভিষেক। তারপর নিহতদের প্রতি ২ মিনিট নীরবতা পালন করেন। দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রাতে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন।

আর কী জানা যাচ্ছে?‌ এছাড়া ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। আহতদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, কম আহতদের ৫০ হাজার টাকা এবং ট্রমায় থাকা মানুষদের ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে আজ হুগলিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরিফেও যাবেন তিনি। তার মধ্যেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য গড়ে দিলেন কমিটি। নিহত ৩১ জনের নাম ধরে পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তাঁরা। আর দেবেন অভিষেকের দেওয়া আর্থিক সাহায্য।

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.