বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coromandel Express Accident: বালেশ্বর দুর্ঘটনায় নিহত যুবকের দেহ ফিরল পূর্ব বর্ধমানের গ্রামে

Coromandel Express Accident: বালেশ্বর দুর্ঘটনায় নিহত যুবকের দেহ ফিরল পূর্ব বর্ধমানের গ্রামে

বাড়িতে ফিরল নিহতের দেহ।

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে করে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে যাচ্ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু'নম্বর ব্লকের বড়শুল কুমিরকোলার বাসিন্দা ২৫ বছরের যুবক শফিক কাজি।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুলের কুমিরকোলা গ্রামের বাসিন্দা পঁচিশ বছরের মৃত শফিক কাজির নিথর দেহ ফিরল বাড়িতে। দেহ ফেরার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সমস্ত সদস্য। গতকাল রাত দু’টোয় বালেশ্বর থেকে তার নিথর দেহ এসে পৌঁছায় বাড়িতে। রবিবার সকালে দেহ সমাহিত করা হয়।

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে করে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে যাচ্ছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু'নম্বর ব্লকের বড়শুল কুমিরকোলার বাসিন্দা ২৫ বছরের যুবক শফিক কাজি। তার নিথর দেহ বাড়িতে ফেরার পরই খবর পেয়ে বাড়িতে উপস্থিত হন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রমেশ চন্দ্র সরকার, সদস্য কামরুল হাসান, প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু সহ এলাকার সাধারণ মানুষ জন।

নিহতের পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবার শফিকের মৃত্যুর খবর পাই। সঙ্গে সঙ্গে দেহ সনাক্ত করতে বেরিয়ে পড়েন পরিবারের সদস্যরা। বালেশ্বরের হাসপাতালে দেহ সনাক্ত করে রাতে ফেরেন তাঁরা। তরতাজা যুবকের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার।

 

বন্ধ করুন