বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coronavirus Update: পেরেছে হিমাচল-মধ্যপ্রদেশ, কোয়ারেন্টাইনে থাকা বাড়ির বর্জ্য সংগ্রহে রাজ্যে মানা হচ্ছে না নির্দেশিকা

Coronavirus Update: পেরেছে হিমাচল-মধ্যপ্রদেশ, কোয়ারেন্টাইনে থাকা বাড়ির বর্জ্য সংগ্রহে রাজ্যে মানা হচ্ছে না নির্দেশিকা

এরকমভাবে কোয়ারেন্টাইনে থাকা বাড়ির বর্জ্য সংগ্রহ করার কথা (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

বিশেষজ্ঞদের মতে, নিয়ম না মানার ফলে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়ছে। কারণ যাঁরা হোম কোয়ারেন্টাইনে আছেন, পরবর্তী সময় তাঁদের শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যেতে পারে।

পেরেছে হিমাচল প্রদেশ, পেরেছে মধ্যপ্রদেশ। কিন্তু এখনও পিছিয়ে রয়েছে বাংলা। হাসপাতাল থেকে নিয়মিত বায়ো-মেডিক্যাল বর্জ্য (মাস্ক, গ্লাভস) সংগ্রহ করা হলেও বাড়িতে সেই বন্দোবস্ত নেই। ফলে যেসব বাড়ির লোকজন কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের মাস্ক, গ্লাভস জাতীয় বর্জ্য নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন :Coronavirus Update: করোনা আক্রান্ত ৪২ শতাংশের বয়স ২১-৪০, চিকিৎসাধীনদের ৫৮ জনের অবস্থা জটিল

যেসব বাড়ির সদস্যরা কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের বাড়ি থেকে যে মাস্ক ও গ্লাভস বর্জ্য পাওয়া যায়, সেগুলিকে 'গৃহস্থের বিপজ্জনক বর্জ্য' হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কীভাবে সেগুলি সংগ্রহ করা উচিত, তা নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে।

আরও পড়ুন : Covid-19: কথা বলা, নিশ্বাস নেওয়া থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস, দাবি গবেষকদের

নির্দেশিকায় জানানো হয়েছে, এই ধরনের বর্জ্য (কমন বায়ো-মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ডিসপোজাল ফেসিলিটিস - সিবিডব্লুউটিএফ) বাড়ি থেকে হলুদ ব্য়াগে করে সংগ্রহ করতে হবে। প্রশাসনের তরফেই সেই ব্যাগ দেওয়া হবে। বর্জ্য সংগ্রহের জন্য প্রশিক্ষিত একটি দলও থাকবে। তাঁদের প্রয়োজনীয় সুরক্ষাবরণী থাকতে হবে। কোন কোন বাড়ি থেকে এরকম বর্জ্য মিলবে, তারও একটা সম্পূর্ণ তালিকা তৈরি রাখতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

আর পড়ুন : Coronavirus Update: আগামীকাল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর জ্বালাবেন না প্রদীপ-মোমবাতি

কিন্তু শুধু নামেই রয়েছে নির্দেশিকা। আদতে বাড়ির অন্যান্য জঞ্জালের (সলিড অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট) মতোই সংগ্রহ করা হচ্ছে বায়ো-মেডিক্যাল বর্জ্য। অর্থাৎ রাজ্যের প্রায় ৫০,০০০ জন কোয়ারেন্টাইনে থাকলেও তাঁদের বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলা হচ্ছে না। রাজ্যের নগরোন্নয়ন দফতরের সচিব সুব্রত গুপ্ত বলেন, 'পশ্চিমবঙ্গের হাসপাতাল থেকে বায়ো-মেডিক্যাল বর্জ্য সংগ্রহ ও ফেলার প্রক্রিয়া চালায় স্বাস্থ্য দফতর। এর সঙ্গে পুরসভা কোনওভাবেই যুক্ত নেই।'

আরও পড়ুন :নমোর আহ্বানে ঘরের আলো নিভিয়ে জ্বালালে বিপদের সম্ভাবনা নেই, ব্যাখ্যা কেন্দ্রের

বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সচিব ও অধিকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের ফোনে পাওয়া যায়নি। তবে এক সিবিডব্লুউটিএফ কর্তা জানান, বাড়ি বাড়ি গিয়ে বায়ো-মেডিক্যাল বর্জ্য সংগ্রহের বিষয়ে স্বাস্থ্য দফতর এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করেনি। মেডিকেয়ার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজরা কৃষ্ণেন্দু দত্ত বলেন, 'শুধুমাত্র হাসপাতাল থেকে আমাদের বায়ো-মেডিক্যাল বর্জ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। (বাড়ির) দরজা থেকে এরকম বর্জ্য সংগ্রহ বা বাড়িতে হলুদ ব্যাগ দেওয়ার বিষয়ে আমাদের কোনও নির্দেশ দেওয়া হয়নি।'

আরও পডুন : 'তোমার মতো মানুষই তো ভারতবাসীর অনুপ্রেরণা', বাদশার প্রশংসায় 'মমতা দিদি'

অথচ হিমাচল প্রদেশে ইতিমধ্যে বাড়ি থেকে বায়ো-মেডিক্যাল বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেজন্য একটি প্রশিক্ষিত টাস্ক ফোর্স গঠন করেছে শিমলা পুরনিগম। কর্মীদের এন-৯৫ মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিক সুরেখা কোহপদা বলেন, '(বর্জ্য) সংগ্রহ করতে যাওয়ার আগে কোয়ারেন্টাইন থাকা বাড়িগুলিকে জানিয়ে দেওয়া হয়। তাঁদের (কর্মীদের) হলুদ জঞ্জাল ব্যাগ, জীবাণুনাশক ও গ্লাভস দেওয়া হয়। যিনি জঞ্জাল সংগ্রহ করেন, তিনি সেই হলুদ ব্যাগটি অপর একটি ব্যাগে রেখে দেন। তা সিল করে পাঠিয়ে দেওয়া হয়।' মধ্যপ্রদেশেও একইভাবে বাড়ি থেকে মাস্ক, গ্লাভসের মতো বর্জ্য সংগ্রহ করা হয়। কখনও কখনও জঞ্জালের গাড়ি পাড়ায় ঢোকা নিয়ে আপত্তি জানান স্থানীয়রা। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরোটাই বৈজ্ঞানিকভাবে করা হয়।

আরও পড়ুন : Coronavirus Update: বাড়িতে তৈরি মাস্ক পরুন, পরামর্শ কেন্দ্রের

আর সেটাই অভাব বাংলায়। অথচ বিশেষজ্ঞদের মতে, এভাবে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়ে। কারণ যাঁরা হোম কোয়ারেন্টাইনে আছেন, পরবর্তী সময় তাঁদের শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যেতে পারে। সেজন্য আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু আপাতত রাজ্যে তা অমিল।

বাংলার মুখ খবর

Latest News

প্রবল তাপপ্রবাহ চলবে বাংলায়! সোম থেকে বৃষ্টি নামবে, কবে কোন কোন জেলায় ঝড় উঠবে? ফিলিপিন্সে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি ১৮ মাসের মেয়েকে খুন করে কবর দিলেন বাবা-মা! তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুর্শিদাবাদের দুই ওসিকে সাসপেন্ড করল কমিশন, বড় শাস্তি! পাঠানো হল হেডকোয়ার্টারে বিশ্বের ষষ্ঠ মহাসাগর তৈরি হতে পারে! স্থান খুঁজে পেয়ে দাবি বিজ্ঞানীদের এক গ্রাসে ৩৩ সূর্যকে গিলে খাবে! মহাকাশে বিরাট ব্ল্যাক হোল! জানেন এর নাম কি? Akshay Tritiya 2024 date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি এক লিটার পেট্রোলের দাম ২৯৩.৯৪ টাকা, চাপে পাকিস্তানের মানুষ কংগ্রেসের প্রচারে অবিকল শাহরুখের মতো দেখতে ইনি কে? চটল BJP

Latest IPL News

লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.