বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘রূপশ্রী’ প্রকল্পের টাকা ঢুকল তিন সন্তানের জননীর অ্যাকাউন্টে

‘রূপশ্রী’ প্রকল্পের টাকা ঢুকল তিন সন্তানের জননীর অ্যাকাউন্টে

প্রতীকি ছবি

পরের দিন ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে রেখাদেবী জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ঢুকেছে। তার মধ্যে ১০ হাজার টাকা তুলেও নেওয়া হয়েছে। কোথা থেকে এত টাকা ঢুকল জানতে চাইলে ব্যাঙ্কের তরফে জানানো হয় রূপশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন তিনি।

রাজ্য সরকারের নানা প্রকল্পে আগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কাটমানি থেকে বেনামে টাকা তোলার অভিযোগ স্বীকারও করে নিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনের পর সেই নিয়ে কম হাঙ্গামা হয়নি। তার পর প্রকল্পগুলির নিয়ন্ত্রণ অনেকাংশে রাজ্য সরকারের হাতে নিলেও দুর্নীতি যে বহাল তবিয়তেই রয়েছে তা ফের টের পাওয়া গেল। মুর্শিদাবাদের সাগরদিঘিতে তিন সন্তানের জননীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল রূপশ্রী প্রকল্পের টাকা।

রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে বিবাহযোগ্যা কন্যারা। প্রথম বিবাহের আগে ২৫,০০০ টাকা করে পেয়ে থাকেন। সেজন্য আবেদনপত্র ছাড়াও বিয়ের কার্ড ও নানা নথি জমা দিতে হয়। সেই টাকা কী করে তিন সন্তানের জননীর অ্যাকাউন্টে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মুর্শিদাবাদের সাগরদিঘি থানার কড়াইয়া গ্রামের বাসিন্দা ২৮ বছরের রেখা কর্মকারের অভিযোগ, তাঁর কাছ থেকে আধার কার্ড ও টিপসই নিয়ে রূপশ্রী প্রকল্পে দুর্নীতি করেছে স্থানীয় ২ তৃণমূল কর্মী। তিনি জানিয়েছেন, গত বছর সেপ্টেম্বরে তাঁর নামে ‘টাকা এসেছে’ বলে আধার কার্ড নিয়ে যান সাদ শেখ ও রবিউল শেখ নামে ২ তৃণমূলকর্মী। গত ১৫ জুন রেখাদেবীর কাছ থেকে ৩টি কাগজে টিপ সই দিয়ে নিয়ে যান তাঁরা।

পরের দিন ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে রেখাদেবী জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ঢুকেছে। তার মধ্যে ১০ হাজার টাকা তুলেও নেওয়া হয়েছে। কোথা থেকে এত টাকা ঢুকল জানতে চাইলে ব্যাঙ্কের তরফে জানানো হয় রূপশ্রী প্রকল্পের টাকা পেয়েছেন তিনি।

এর পর প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি। অভিযোগের প্রাপ্তিস্বীকার করে সাগরদিঘির জয়েন্ট বিডিও তপন জানা জানিয়েছেন, ‘কী করে একজন বিবাহিত মহিলার অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের টাকা ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে।’

স্থানীয়দের একাংশের কথায়, তৃণমূল নেতৃত্বের সাহায্যে দুর্নীতি করে সরকারি প্রকল্পের টাকা হাতাচ্ছে একদল মানুষ। টাকা অ্যাকাউন্টে এলে তা ভাগ হচ্ছে দুপক্ষের মধ্যে। অনেকেই এই চক্রের সঙ্গে যুক্ত। তদন্ত করলে সব সামনে আসবে।

 

বাংলার মুখ খবর

Latest News

‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.