বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > গয়না - গরু বিক্রি করে কাটমানি দিয়েও মিলছে না আবাস যোজনার টাকা

গয়না - গরু বিক্রি করে কাটমানি দিয়েও মিলছে না আবাস যোজনার টাকা

প্রতীকি ছবি

অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান পারভিন সুলতানা। তাঁর দাবি, এমন কোনও অভিযোগই আসেনি তাঁর কাছে। দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, অভিযোগ পেয়েছি।

গরু - গয়না বিক্রি করে কাটমানি দেওয়ার পরেও মিলছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। এমনই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়েছেন একাধিক গ্রামবাসী। অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত। তবে বিডিও জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন তিনি।

চৌরাশি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দাদের একাংশের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে ৫,০০০ টাকা কাটমানি দাবি করেছিল পঞ্চায়েতের লোকজন। কেউ গরু বিক্রি করে, কেউ মেয়ের কানের দুল বিক্রি করে সেই টাকা দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। তার পরও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। গ্রামবাসীদের দাবি, বিরোধী দলের সমর্থক হওয়ায় তাদের সঙ্গে বৈষম্য করছে পঞ্চায়েত।

অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান পারভিন সুলতানা। তাঁর দাবি, এমন কোনও অভিযোগই আসেনি তাঁর কাছে। দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। তবে অনেকের আধার কার্ডের নম্বর মিলছে না। ব্যাপারটা খতিয়ে দেখে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করছি।

 

বন্ধ করুন