বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Garchumukh: গড়চুমুকে পর্যটকদের খরচ বাড়বে কেন?‌ নতুন করে সেজে উঠছে পর্যটনকেন্দ্র

Garchumukh: গড়চুমুকে পর্যটকদের খরচ বাড়বে কেন?‌ নতুন করে সেজে উঠছে পর্যটনকেন্দ্র

পর্যটনকেন্দ্র গড়চুমুক।

এই পর্যটন কেন্দ্রটিকে নতুনভাবে সাজানো হচ্ছে। ফুলের বাগানের পাশাপাশি কাফেটেরিয়া রাখা হচ্ছে। বোটিংয়ের ব্যবস্থাও থাকছে। এমনকী গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভিতরে থাকা কটেজগুলিরও সংস্কার করা হচ্ছে। তবে এবার মিনি জু–তে প্রবেশ করতে গেলে আলাদা টিকিট কাটতে হবে।

ডিসেম্বর মাসেই খুলতে চলেছে হাওড়া জেলার অন্যতম পর্যটনকেন্দ্র গড়চুমুক। শীতের আমেজে এখানে পিকনিক করতে আসেন পর্যটকরা। এখন পর্যটন কেন্দ্রের মধ্যে মিনি জু গড়ে তোলা হচ্ছে। তবে এবার এখানে প্রবেশ করতে গেলে পর্যটকদের খরচ একটু বাড়বে। পকেটে বেশ চাপ পড়বে। কারণ পর্যটন কেন্দ্রটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে হাওড়া জেলা পরিষদ পরিচালিত এই পর্যটন কেন্দ্রের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে ১৫ ডিসেম্বর পর্যটকদের জন্য এই কেন্দ্র খুলে দেওয়া হবে।

কী দেখা যাবে গড়চুমুকে?‌ এই পর্যটনকেন্দ্রটি দামোদর নদীর তীরে গড়ে উঠেছে। গড়চুমুক পর্যটকদের কাছে খুব প্রিয়। নদীর প্রাকৃতিক শোভার সঙ্গে এই কেন্দ্রে থাকা মিনি জু আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে হরিণ, কুমির, কচ্ছপ–সহ কয়েকটি পশুপাখি আগেই ছিল। সেটাকেই আরও আকর্ষণীয় করতে সম্প্রতি এখানে আনা হয়েছে এমু, ম্যাকাও, নীলগাই, অজগর, বাঘরোল–সহ নানা পশুপাখি। সব মিলিয়ে এবার গড়চুমুকে পাখিদের কোলাহল ছাড়াও বন্যপ্রাণীর ডাক শোনা যাবে।

কেমন খরচ বাড়ছে এই পর্যটনকেন্দ্রে?‌ এবার এখানে পর্যটকদের অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। আগে এখানে থাকা মিনি জু দেখতে গেলেও আলাদা করে টাকা দিতে হতো না। ১০ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলেই সবটা দেখা যেত। তবে এবার মিনি জু–তে প্রবেশ করতে গেলে আলাদা টিকিট কাটতে হবে। সূত্রের খবর, এই মিনি জু-তে প্রবেশ করতে ২৫ টাকার আলাদা টিকিট কাটতে হবে। আর পর্যটন কেন্দ্রে প্রবেশের টিকিট মূল্যও বাড়তে চলেছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই পর্যটন কেন্দ্রটিকে নতুনভাবে সাজানো হচ্ছে। ফুলের বাগানের পাশাপাশি কাফেটেরিয়া রাখা হচ্ছে। বোটিংয়ের ব্যবস্থাও থাকছে। এমনকী গড়চুমুক পর্যটন কেন্দ্রের ভিতরে থাকা কটেজগুলিরও সংস্কার করা হচ্ছে। এই বিষয়ে হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ অন্তরা সাহা বলেন, ‘‌গড়চুমুকের একটি অংশকে বার্ষিক ১৮ লক্ষ টাকা চুক্তিতে ১৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। মিনি জু–কে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মিনি জু-কে এবার মিডিয়াম জু-তে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।’‌

বন্ধ করুন