নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা চলছে সোমবার সকাল ৮টা থেকে। আর প্রত্যাশিতভাবে প্রথম থেকেই এগিয়ে রয়েছেন তৃণমূলপ্রার্থী আলিফা আহমেদ। তবে প্রথম রাউন্ড গণনা শেষে তৃতীয় স্থানে চলে গিয়েছিলেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। দ্বিতীয় স্থানে ছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। দ্বিতীয় রাউন্ড গণনা শেষে যদিও দ্বিতীয় স্থানে চলে আসেন বিজেপি প্রার্থী।
গত ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। বৃষ্টি মাথায় নিয়েও ভোট পড়েছিল প্রায় ৭৩ শতাংশ। সোমবার সকাল ৮টা থেকে পানিঘাটা উমাদাস হাই স্কুলে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা। মোট ২৩ রাউন্ড ভোট গণনা হবে ২টি কাউন্টিং হলে।
ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণ পর পোস্টাল ব্যালট ছাড়া প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন ৪,৫৪৫ ভোট। বাম প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১,৮৩০ ভোট। আর বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১,১১২ ভোট। প্রথম রাউন্ডের শেষে বাম প্রার্থীর থেকে ২৭১৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
দ্বিতীয় রাউন্ডের ফল প্রকাশ হলে দেখা যা তৃণমূল প্রার্থী পেয়েছেন মোট ৮৭২৫টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৪১৭৬টি ভোট আর বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছেন ৩২৮২টি ভোট। শতাংশের নিরিখে তৃণমূল প্রায় ৫৩ শতাংশ, বিজেপি প্রায় ২৬ শতাংশ ও বাম কংগ্রেস জোট পেয়েছে প্রায় ২০ শতাংশ ভোট।
কালীগঞ্জ উপ নির্বাচনের প্রচারের শেষ বেলায় ঝড় তুলেছিল তৃণমূল ও বিজেপি। প্রচারের শেষ দিনে গত বৃহস্পতিবার সেখানে একসঙ্গে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কালীগঞ্জ উপনির্বাচনে প্রয়াত বিধায়ক লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দল।