বগটুইকাণ্ডে তদন্তভার পাওয়ার পরেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার তদন্তে নেমে এই প্রথম ৪ জনকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। বৃহস্পতিবার মুম্বাই থেকে তাদের গ্রেফতারের পর আনা হয় রামপুরহাট আদালতে। ওই ৪ জনকে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট আদালত। তাদের জিজ্ঞাসাবাদ করলে বগটুই কাণ্ড নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
মুম্বই থেকে গ্রেফতার হওয়া এই চারজন অভিযুক্তের নাম হল বাপ্পা শেখ, সাবু শেখ, সিরাজুল ইসলাম ও তাজ মহম্মদ। তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করেছে সিবিআই। তাদের গ্রেফতারের পরেই ট্রানজিট রিমান্ডে বিমানে করে রামপুরহাট আদালতে পেশ করা হয়। শুক্রবার বিকালে আদালতে পেশ করার পরেই তাদের হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানায় সিবিআই। এর পরেই সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, বগটুই কন্ডে দুটি ঘটনার তদন্ত করছে সিবিআই। বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে খুনের ঘটনার তদন্তভার আগেই পেয়েছে সিবিআই। সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন আধিকারিক এবং তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। শুক্রবার তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, বগটুই কাণ্ডে এই প্রথম কোনও গ্রেফতার করল সিবিআই। মনে করে হচ্ছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন রয়েছে সিবিআইয়ের তালিকা। তাদেরও দ্রুত গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।