বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা আনারুল হোসেন। তদন্তে নেমে ইতিমধ্যেই তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি, আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং পুলিশ আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু, অনেকেই সত্যি কথা বলছেন না। এই যুক্তিতে আনারুলসহ ধৃত সাতজনের পলিগ্রাফ টেস্ট করাতে চেয়েছিল সিবিআই। সেই মর্মে তারা আদালতের কাছে আবেদনও জানায়। তবে সেই আবেদন নিয়ে আদালতে ধাক্কা খেল সিবিআই। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের কারও আপত্তি থাকলে পলিগ্রাফ টেস্ট করা যাবে না।
শুক্রবার আনারুল-সহ সাতজনের পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইয়ের পক্ষ থেকে রামপুরহাট আদালতে আবেদন জানানো হয়। এই আবেদনের ভিত্তিতে ধৃতদের হয়ে মামলায় সওয়াল করেন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। অভিযুক্তদের পলিগ্রাফ টেস্ট না করার স্বপক্ষে তিনি আদালতের কাছে বেশ কয়েকটি যুক্তি পেশ করেন। তাঁর যুক্তি, কোনও ব্যক্তি বা অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করাতে হলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিতে হয়। তাছাড়া কোথায় টেস্ট করানো হবে সেটাও জানাতে হয়। এরপরেই বিচারক সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান পলিগ্রাফ টেস্টের জন্য অভিযুক্তরা রাজি আছে কিনা। তবে অভিযুক্তরা পলিগ্রাফ টেস্টে রাজি না হওয়ায় সিবিআইয়ের আর্জি খারিজ করে দেয় আদালত।
অন্যদিকে, এদিন আদালতে আনারুল হোসেন-সহ সাতজনের জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। তবে জামিনের আবেদন খারিজ করে দিলেও বন্দি হিসেবে যাতে তারা সুযোগ-সুবিধা পায় সে বিষয়ে আদালতের কাছে আবেদন জানান তাদের আইনজীবী।