রাজ্যে আরও এক নৃশংস খুনের মামলায় ফাঁসির সাজা শোনাল আদালত। স্ত্রী ও শিশু কন্যাকে কুপিয়ে খুনের অভিযোগে মৃত্যুদণ্ড হল লাল সিং ওরাওঁ নামে এক আদিবাসী যুবকের। ঘটনা ঘটার ২ বছরের মধ্যে সাজা ঘোষণা করল নিম্ন আদালত।
২০২৩ সালের মার্চে জলপাইগুড়ির নাগরাকাটার লুকসান চা বাগানের শ্রমিক লাইনে লাল সিং ওরাওঁয়ের স্ত্রী ও কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে নামে পুলিশ। লাল সিং পুলিশকে জানায় ডাকাতি করতে এসে কয়েকজন দুষ্কৃতী তাঁর স্ত্রী ও কন্যাকে হত্যা করেছে। কিন্তু স্ত্রী কন্যাকে ডাকাতরা হত্যা করলেও লাল সিং কী ভাবে বেঁচে গেলেন সেই প্রশ্ন ওঠে তদন্তকারীদের মনে। সাধারণত ডাকাতরা যে ডাকাতিতে বাধা দেয় তার ওপরেই আক্রমণ করে। এই সংশয় থেকে লাল সিংকে লাগাতার জেরা করতে থাকেন তদন্তকারীরা। পুলিশকে বিভ্রান্ত করতে নানা রকম তত্ত্ব খাড়া করতে থাকে সে। লাগাতার জেরার মুখে ভেঙে পড়ে অভিযুক্ত। স্বীকার করে সেই খুন করেছে স্ত্রী ও কন্যাকে।
এই মামলায় গত ২৪ ডিসেম্বর চার্জ গঠন হয়। ১ মাসের কিছু বেশি সময় ধরে চলে বিচার। মোট ১৩ জন সাক্ষ্যদান করেন এই মামলায়। সাক্ষ্যপ্রমাণ বিচার করে লাল সিং ওরাওঁকে আগেই দোষী সাব্যস্ত করেছিলেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক। মঙ্গলবার এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করে লাল সিংকে ফাঁসির সাজা শোনান তিনি। রায়ে সন্তুষ্ট মৃতের পরিবার। ওদিকে লাল সিংয়ের আইনজীবী জানিয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তাঁরা।