লকডাউনের জেরে কলকাতার বিভিন্ন বাজারে চড়া দামে বিকোচ্ছে মাছ। প্রশাসনের আর্জিতেও কাজ হয়নি। তাই এবার অনলাইনে মাছ বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য।
আরও পড়ুন : COVID 19 চিকিৎসার জন্য প্রতিটি জেলায় আলাদা হাসপাতাল ব্যবহার করবে রাজ্য
এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে অনলাইনে রুই, কাতলা, পার্শের মতো মাছ অর্ডার দেওয়া যাবে। তবে কলকাতার মধ্যেই অনলাইন পরিষেবা মিলবে। জেলার ক্ষেত্রে গাড়ি করে মাছ বিক্রি করবে মৎস্য দফতর। কলকাতায় একইভাবে গাড়ি থেকে মাছ বিক্রি করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
করোনাভাইরাস সংক্রান্ত খবরের আপডেট
লকডাউন লাগুর পর থেকে রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দফতরে একাধিক অভিযোগ আসতে থাকে। অধিকাংশ মানুষই মাছের চড়া দাম নিয়ে সরব হচ্ছিলেন। সেজন্য রাজ্য মাছ বিক্রির পথে হাঁটল বলে জানান ওই আধিকারিক।
আরও পড়ুন : রাজপথে নামার জন্য তৈরি, দেখে নিন কলকাতার নয়া দোতলা বাসের লুক
মৎস্য মন্ত্রী বলেন, 'লকডাউনের জেরে হঠাৎ করে মাছের দাম উর্ধ্বমুখী হয়ে গিয়েছে। এ নিয়ে আমরা একাধিক অভিযোগও পেয়েছি। তাই নিজেদের ফার্ম থেকেই মাছ বিক্রির সিদ্ধান্ত নিয়েছি আমরা।'
আরও পড়ুন : West Bengal Government Helpline Number: লকডাউনের সময় জরুরি প্রয়োজন? ফোন করুন এই নম্বরে
ওই আধিকারিক জানান, ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। যত বেশি সম্ভব বাজারে মাছ জোগানের ব্যবস্থা করতে বলা হয়েছে।
আরও পড়ুন : লকডাউনে কখন ও কোথা থেকে ছাড়বে বাস, দেখে নিন হেল্পলাইন নম্বর