বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > করোনা আক্রান্ত চিকিৎসক-সহ ৪ স্বাস্থ্যকর্মী, ফের কড়া লকডাউন রাজ্যের এই শহরে

করোনা আক্রান্ত চিকিৎসক-সহ ৪ স্বাস্থ্যকর্মী, ফের কড়া লকডাউন রাজ্যের এই শহরে

প্রতীকি ছবি

সপ্তাহখানের আগেও এলাকার ধারেকাছে ছিল না করোনা। সেই করোনাই এসে জুড়ে বসেছে খোদ ব্লক হাসপাতালে।

প্রমোদ গিরি

এক চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। আর তার জেরেই ফের কড়া লকডাউন শুরু হল দার্জিলিংয়ের মিরিকে। আগামী ৭ দিন সেখানে কোনও বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। লকডাউনের জড়তা ঝেড়ে পাহাড় যখন ফের পর্যটকের কোলাহলে মুখর হতে মুখিয়ে আছে, তখন মিরিকের লকডাউন সেই উদ্যোগে বড় ধাক্কা। 

সপ্তাহখানের আগেও এলাকার ধারেকাছে ছিল না করোনা। সেই করোনাই এসে জুড়ে বসেছে খোদ ব্লক হাসপাতালে। তাতেই গোটা ব্লকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। আগাম সতর্কতা হিসাবে তাই মিরিকজুড়ে ফের কড়া লকডাউন জারি করেছে প্রশাসন। 

মহকুমাশাসক অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, ‘১ জুলাই পর্যন্ত প্রত্যেকের দোরে দোরে যাবেন তাঁরা। দেখবেন এলাকায় স্থানীয় সংক্রমণ হয়েছে কি না।’ এখনো পর্যন্ত মহকুমায় ৯ জন করোনা রোগীর খোঁজ মিলেছে বলে জানিয়েছেন তিনি।

মিরিক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরজ গোলে জানিয়েছেন, ‘মিরিক পুরসভার ৯টি ওয়ার্ডেই সম্পূর্ণ লকডাউন চলবে। মিরিকে কোনও গাড়ি ঢুকতে বা বেরোতে দেওয়া হবে না। মিরিক লাগোয়া ছোট গ্রামগুলিও এই লকডাউনের আওতায় পড়বে।’

 

বন্ধ করুন