বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Covid-19 Updates: তবলিগি জামাত ফেরত কতজনের নমুনা পরীক্ষা? রাজ্যের কাছে তথ্য চাইল কেন্দ্রীয় দল

Covid-19 Updates: তবলিগি জামাত ফেরত কতজনের নমুনা পরীক্ষা? রাজ্যের কাছে তথ্য চাইল কেন্দ্রীয় দল

নিজামুদ্দিন ফেরতদের নিয়ে তথ্য চাইল কেন্দ্রীয় দল (ফাইল ছবি, সৌজন্য এপি)

তবলিগি জামাত ফেরতেদর সম্বন্ধে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।

বিদেশ থেকে রাজ্যে আগতদের নিয়ে আগেই তথ্য চাওয়া হয়েছিল। এবার তবলিগি জামাতের জমায়েত ফেরতদের নিয়ে রাজ্যের কাছে বিস্তারিত তথ্য চাইল কেন্দ্রীয় দল।

আরও পড়ুন : Covid-19 news: সংক্রমণকালে কী ভাবে এসি ব্যবহার করবেন, জানাল কেন্দ্র

কলকাতায় আসা কেন্দ্রীয় দলের প্রধান অপূর্ব চন্দ্র রাজ্যের মুখ্যসচিবকে শনিবার জোড়া চিঠি লেখেন। একটি চিঠিতে মূলত রাজ্যের অসহযোগিতা নিয়ে বিষোদগার করেন। অন্যটিতে করোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন খামতির বিষয়ে অভিযোগ করেন। সেই চিঠিতেে দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ (তবলিগি জামাতের সদর দফতর) ফেরতদের নিয়েও বিস্তারিত তথ্য তলব করেন।

আরও পড়ুন : Lockdown 2.0: পোশাক-মোবাইল থেকে রেস্তোরাঁ-সেলুন, কোন দোকানগুলি খোলা থাকবে, জানাল কেন্দ্র

চিঠিতে বলা হয়েছে, 'বিদেশ থেকে যাঁরা রাজ্যে এসেছেন, তাঁদের নমুনা পরীক্ষা ও তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের খোঁজার বিষয়ে আগেই তথ্য চেয়েছে কেন্দ্রীয় দল। নয়াদিল্লির নিজামুদ্দিনে মার্কাজের জমায়েত থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের নমুনা পরীক্ষা, কতজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে ও তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়া হোক কেন্দ্রীয় দলকে।'

আরও পড়ুন : Covid-19 Updates: প্লাজমা থেরাপিতে কি করোনা মুক্তি? দিল্লিতে প্রায় সুস্থ গুরুতর চার রোগী

পাশাপাশি, তবলিগি জামাতের জমায়েত থেকে কতজন বাংলা ফিরেছিলেন, তা নিয়ে রাজ্যেকে কেন্দ্র যে পরিসংখ্যান দিয়েছিল, তার উপর ভিত্তি করে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধ করুন