পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি দেওয়ার ক্ষেত্রে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। এই অভিযোগ তুলে এবার এলাকাজুড়ে পোস্টার লাগালো সিপিএম। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ১২টি ওয়ার্ডেই এই পোস্টার দেখা গিয়েছে।
পোস্টারে লেখা রয়েছে, ‘কাটমানি নিয়ে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে কেন? দল মত নির্বিশেষে যাদের মাটির বাড়ি রয়েছে আবাস যোজনায় তাদের পাকা বাড়ি দিতে হবে। আবাস যোজনার বকেয়া টাকাও সঠিকভাবে প্রদান করতে হবে।’ এর পাশাপাশি, পুরসভার অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই টাকার বিনিময়ে বাড়ি দেওয়ার অভিযোগ তুলে চন্দ্রকোনা পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। তাদের অভিযোগ ছিল, টাকা না দিলে আবাস যোজনায় বাড়ি দেওয়া হচ্ছে না। এবার সিপিআইএম এই অভিযোগ তুলে পোস্টার লাগল।
যদিও চন্দ্রকোণা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সঁতরা এতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘সিপিআইএমের কোনও লোক নেই। তাই প্রচারে আসার জন্য তারা এই ধরনের কাজ করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই পুরসভায় এসব করে কোনও লাভ নেই।’ অন্যদিকে, বসিপিএম নেতা গুরুপদ দত্তের দাবি, ‘তৃণমূল পরিচালিত পুরসভা দুর্নীতিতে ভরে গিয়েছে। আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে দুর্নীতি করছে।’