কালীপুজোর রাতে তাঁর বাড়িতে বিজেপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই সাক্ষাৎ প্রসঙ্গে এবার মুখ খুললেন বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর বক্তব্য,'রাজনীতিতে আমার ৫৪ বছর হয়ে গেল। আমি ওতো ঠুনকো নই।'
কালীপুজোর দিন রাতে বর্ষীয়ান সিপিএম নেতার বাড়িতে গিয়ে হাজির হন বিজেপি সংসাদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বেশ খানিক ক্ষণ কথাও বলেন তাঁর সঙ্গে। এই সাক্ষাতের ছবি সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় রাজনৈতিক চর্চা-তরজা। তৃণমূলের মুখপত্রতে লেখা হয়, 'এই সাক্ষাৎ আসলে সরকার ফেলার চক্রান্ত'।
সেই সব চর্চা-তরজাকে উড়িয়ে দিয়ে শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, 'কেউ বাড়িতে এলে তাঁকে কি বের করে দেব?' এ প্রসঙ্গে তাঁর আরও সংযোজন,'৩০ অক্টোবর আমার স্ত্রী রত্নার প্রয়ানের এক বছর হবে। সে দিন একটা অনুষ্ঠান আছে তার জন্য বলেছিলাম। সাংসদ জানালেন তিনি আসতে পারবেন না। একই সঙ্গে তিনি দীপাবলির শুভেচ্ছা জানিয়ে গেলেন। আমিও জানালাম। কেউ যদি হঠাৎ এসে শুভেচ্ছা জানান আমি কী তাঁকে ঢুকতে দেবো না। এই অসৌজন্যতা আমি দেখাতে পারব না।'
তবে অশোক ভট্টাচার্যের এই মন্তব্যকে মেনে নেননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'উনি সিপিএমের বর্ষীয়ান নেতা। আসল কারণগুলো বলে দেবেন তা তো হয় না। তাই উনি এ সব বলছেন।' অন্য দিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের বক্তব্য এ ভাবে কেউ কোনও বিষয় নিয়ে আলোচনা করে না। ওটা নিছক সৌজন্য সাক্ষাৎ।